পুজোয় ভুরিভোজ, জেনে নিন ষষ্ঠীতে শহরের কোথায় কত দামে মিলবে বাফে

পুজোয় এবার খাওয়া-দাওয়ার পরিকল্পনা কোথায়

কত দামে মিলবে কী কী পদ

ষষ্ঠীর দিন কত দামে মিলবে আমিষ কিংবা নিরামিষ

জেনে নি কলকাতার কিছু রেস্তোরার বিশেষে মেনু

পুজো মানেই প্যান্ডেল হোপিং সঙ্গে পেট পুরে ভুরিভোজ। তবে কবে কোথায় সেরে ফেলবেন দুপুরে কিংবা রাতের খাবার, তা ভেবে রেস্তোরায় রেস্তোরায় না ঘুরে এবার ফোন করেই করে ফেলুন আগাম বুকিং। তার আগে জেনে নিন কোন রেস্তোরাতে মিলছে কত দামে কী কী পদ-

৬ বালিগঞ্জ প্লেস
আমিষ- গন্ধরাজ ঘোল, পোস্ত দিয়ে শাক ভাজা, মটরশুঁটি মৌরির কচুরী, সাদা ভাত, ছানার মিষ্টি পোলাও, নারকেল কিসমিস দিয়ে ছোলার ডাল, পুর ভরা কাঁকরোল ভাজা, আদা জিরে বাটা আলুর দম, মোচার ধোঁকার ডানলা, ফিস ফ্লাই, চিতল মাছের মুইঠা, ভাপা চিংড়ি, পোস্ত মুরগী, সজনেখালি মাংস, চমেটো খেজুর চাটনি, পাঁপর ভাজা, মিষ্টি দই, ছানার স্যান্ডুইচ, রাজভোগ, গোলাপজামুন, মিষ্টি পান

Latest Videos

নিরামিশ- ছানা মটরশুঁটির চপ, পালঙ্কছানার কোপ্তা,  ফুলকোপি রোস্ট, বেগুন বাসন্তি, মোচার ঘন্ট। 
দামঃ নিরামিষ- ১০৫০ টাকা, আমিষ- ১২৫০ টাকা।

বার্বিকিউ নেশন
নিরামিষঃ
স্টাটার- চিলি গার্লিক মাসরুম, আঁচারি আলু, হানি সিরামন পাইনাপেল, ক্রিস্পি কর্ন, স্পাইস পোটাটো, পনির টিক্কা, টিল দহি কাবাব, ক্রিস্পি বেবিকর্ন, আনারি আলু, 
স্যুপ- মাইনস্টোন স্যুপ
বেজ বাফে- মটর পনির, আলু ঝিঙ্গে পোস্ত, শুকতো, ছোট আলুর দম, বেগুন বসন্ত, ভেজ বিরিয়ানি বা মিক্স পোলাও, ধোকার ডানলা, ডাল পঞ্চরত্ন, ডাল মাখানি, রাধাবল্লবী সঙ্গে মশলা আলু, ঘি ভাত

আমিষঃ
স্টাটার- সেজ ওয়ান চিকেন, তন্দুর চিকেন, মটন টিল কা শিক, জুল্লু কোরিয়েন্ডার ফিস, প্রন্স কালি মির্চ, উইঙ্গস ইন বার্বিকিউ সস
স্যুপ- চিকেন লেমন কোরিয়েন্ডার স্যুপ
নন ভেজ বাফে- দম বিরিয়ানী, বাটার চিকন, কষা মাংস, গলদা চিংড়ি মালাইকারী, শর্ষে ভাপা ইলিশ

শেষ পাতে- চকলেট বাউনি, ডেথ বাই চকলেট পেস্ট্রি, ফ্রেস ফ্রুট গেট অক্স, ফ্রুড কাস্টার্ড, ম্যাঙ্গ মুজ, রসগোল্লা, ছানার পায়েস, আঙ্গুরি গোলাপ জামুন, মিষ্টি দই, ভ্যানিলা বা বাটার স্কচ

দাম- নিরামিষ-৯৯৯ টাকা, আমিষ- ১২৫০ টাকা 

সপ্তপদীঃ
শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি

স্পেশাল শারদীয়া থালি- সাদা ভাত বা পোলাও, দুই ভাজা, সব্জি, সোনালী ভেটকি পফিটার, নারকেল মুরগী নাগেটস, মটন বা চিকেন, চিংড়ি, ভেটকি, ইলিস, স্যালাড, চাটনি, পাঁপর, মিষ্টি
দাম- শারদীয়া থালি- ৮৫০ টাকা, স্পেশাল থালি- ১১৯৯ টাকা

Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today