নিজের রাইফেলেই গুলিবিদ্ধ জাওয়ান, পর্ণশ্রীতে দুর্ঘটনা

arka deb |  
Published : May 20, 2019, 02:15 PM IST
নিজের রাইফেলেই গুলিবিদ্ধ জাওয়ান, পর্ণশ্রীতে দুর্ঘটনা

সংক্ষিপ্ত

ভোট শেষ। এবার যথাস্থানে ইভিএম-কে পৌঁছে দেওয়া এবং রক্ষণাবেক্ষণ। দায়িত্ব অনেক। কিন্তু তার মাঝেই ঘটে গেল বড় বিপত্তি। 

ভোট শেষ। এবার যথাস্থানে ইভিএম-কে পৌঁছে দেওয়া এবং রক্ষণাবেক্ষণ। দায়িত্ব অনেক। কিন্তু তার মাঝেই ঘটে গেল বড় বিপত্তি। পর্ণশ্রীতে অসাবধানতাবশত নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি ছিটকে বেরিয়ে গুরুতর জখম হলেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান।

লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সামাল দিতে রাজ্যে এসেছেন প্রায় ১৫০ কোম্পানি জাওয়ান। জাওয়ানদের থাকার জন্য প্রতিটি থানাকে পাঁচটি করে জায়গা বাঁচতে বলা হয়েছিল। নানা সময়ে রাজ্যের নানা ঝামেলাতেও তারা জড়িয়ে পড়েছেন। সপ্তম দফা নির্বাচনের দিনই কামারহাটি, ইসলামপুরে জাওয়ানদের নানা রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়। নজিরবিহীন ঘটনা ঘটে ভাটপাড়ার উপনির্বাচনকে ঘিরে।

তারও আগে হাওড়ার বাগনানের জ্যোতির্ময় গার্লস স্কুলে নিজেদের মধ্যে লড়াই এই মৃত্যু হয়েছিল এক জওয়ানের তবে এ দিনের ঘটনা তেমন কিছুই নয় অকস্মাৎ সার্ভিস রাইফেল থেকে গুলি ছিটকে এই দুর্ঘটনা বলে সূত্রের খবর। আহত জওয়ানকে স্থানীয় একটি হাসপাতালে তড়িঘড়ি ভর্তি করা হয়েছে।

PREV
click me!

Recommended Stories

News Round Up: মহাকাল মহাতীর্থের শিলান্যাস থেকে দলের স্বার্থে বেতন কমাচ্ছে এফসি গোয়া , সারাদিনের খবর এক ক্লিকে
মুখ্যমন্ত্রীর সফরের আগে জলপাইগুড়িতে গুলি, গ্রেফতার হওয়া প্রভাবশালী ব্যবসায়ীর জামিন