ইন্ধিরা গান্ধীকে হত্যার কায়দাতেই খুন করা হবে আমাকে: কেজরিওয়াল

swaralipi dasgupta | undefined | Published : May 18, 2019 8:48 PM

সংক্ষিপ্ত

  • নিজের মৃত্য়ু কীভাবে হতে পারে সেই ব্য়াখ্য়া নিজেই দিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
  • ইন্দিরা গান্ধীর সঙ্গে নিজের তুলনাও করলেন।
  • মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে বার বার জনসমক্ষে আক্রান্ত হয়েছেন কেজরিওয়াল।

নিজের মৃত্য়ু কীভাবে হতে পারে সেই ব্য়াখ্য়া নিজেই দিলেন দিল্লির মুখ্য়মন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইন্দিরা গান্ধীর সঙ্গে নিজের তুলনাও করলেন। মুখ্যমন্ত্রীর আসনে বসার পর থেকে বার বার জনসমক্ষে আক্রান্ত হয়েছেন কেজরিওয়াল। 

সম্প্রতি তাঁকে এক ব্যক্তির হাতে চড় খেতে হয়েছে। এর আগেও তাকে লক্ষ্য় করে ছোড়া হয়েছে জুতো। আবার কালি, লঙ্কার গুঁড়োও ছোড়া হয়েছে। এই সবের জন্যই কেজরিওয়াল মনে করছেন, ইন্দিরা গান্ধীর মতোই তাঁকে খুন করা হতে পারে। 

Latest Videos

পঞ্জাবের সবকটি আসনেই ১৯ মে ভোট। প্রতিটি আসনেই লড়ছে আম আদমি পার্টি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই ভোটের প্রচারেই পঞ্জাবে গিয়েছিলেন কেজরিওয়াল। সেখানেই  একটি সভায় তিনি বলেন, ইন্দিরা গান্ধীর মতোই নিরাপত্তা রক্ষীকে দিয়ে হত্যা করানো হতে পারে আমাকে। 

এর পরে তিনি সেই খুনের অভিযোগ সরাসরি বিজেপির দিকে তোলেন। তিনি বলেন, বিজেপিই আমায় একদিন খুন করবে। 

তবে বিজেপি এখনও এই মন্তব্যের কোনও উত্তর দেয়নি। সম্প্রতি দিল্লির মতিনগরে জিপে করে প্রচার করছিলেন আপ নেতা। তখন এক ব্যক্তি তাঁর হুডখোলা জিপে উঠে পড়েন এবং চড় মারেন। সেই ব্যক্তিকে আটক করেছিল পুলিশ। 

Share this article
click me!

Latest Videos

'ভিতরে অনেক নোংরা আছে, ২৬-এর আগে সাফ করব' শুভেন্দুর নিশানায় কে? দেখুন | Suvendu Adhikari
'মোদীজি না থাকলে সংসদ ভবনও ওয়াকফ বোর্ডের সম্পত্তি হয়ে যেত' | Kiren Rijiju Waqf Amendment Bill