মুখ ঢেকে বার বার ভোট মহিলাদের, অনুপম ধরতেই উল্টে বিক্ষোভ তৃণমূলের

  • যাদবপুরের ১৫০/১৩৭ নম্বর বুথের ঘটনা
  • বিজেপি প্রার্থী অনুপম হাজরাকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
  • ভুয়ো ভোট দিচ্ছিলেন তৃণমূল সমর্থকরা, দাবি বিজেপি প্রার্থীর
     


আঙুলে কালি লাগিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটারদের। আর তার বদলে বার বার গিয়ে ছাপ্পা ভোট দিয়ে আসছেন মুখ ঢাকা মহিলারা। তৃণমূলের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অনুপম হাজরা।

যাদবপুরের ১৫০/১৩৭ নম্বর বুথ থেকে এই অভিযোগ পেয়ে বিজেপি প্রার্থী সেখানে পৌঁছলে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থীকে ঘিরে বুথের মধ্যেই বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের মহিলা সমর্থকরা। বাধ্য হয়ে সেখান থেকে বেরিয়ে আসেন অনুপম।

Latest Videos

অনুপমের অভিযোগ, সকাল থেকেই ওই বুথে বেশ কিছু বৈধ ভোটারকে আঙুলে কালি লাগিয়ে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। কালি লাগালেও তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি. অভিযোগ, ওই ভোটারদের বদলে তৃণমূলের হয়ে কয়েকজন মহিলা ভোটার মুখ ঢেকে বার বার গিয়ে ভোট দিয়ে আসছিলেন। অনুপমের দাবি, একজনকে তিনি হাতেনাতে ধরেও ফেলেন। 

এর পরেই তৃণমূলের মহিলা কর্মী সমর্থকরা অনুপমকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁরা অভিযোগ করেন, বুথে এসে ভোটারদের প্রভাবিত করছেন বিজেপি প্রার্থী. তার ফলেই বুথের মধ্যে উত্তেজনা ছড়ায়। গোটা বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছেন অনুপম হাজরা।

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News