গণনা সমাপ্ত, হল চূড়ান্ত ফল ঘোষণা! জেনে নিন ফাইনাল ট্যালি

  • বৃহস্পতিবারই লোকসভা নির্বাচন ২০১৯-এর ফলাফল স্পষ্ট হয়ে গিয়েছিল
  • শুক্রবার বিকেলে সরকারিভাবে গণনা শেষ হল
  • শেষ পর্যন্ত ৩০০ পার করেই থামল বিজেপি
  • কোনও মতে অর্ধশতক করল জাতীয় কংগ্রেস

 

বৃহস্পতিবার রাতের মধ্যেই লোকসভা নির্বাচন ২০১৯-এর ফলাফলটা স্পষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তখনও ভিভিপ্যাট গণনা শেষ না হওয়ায় নির্বাচন কমিশন সরকারিভাবে ফলাফল ঘোষণা করতে পারেনি। অবশেষে শুক্রবার বিকেলে এল সেই সরকারি ঘোষণা। শেষ পর্যন্ত ২০১৪ সালের থেকে ২২টি আসন বাড়িয়ে ৩০০ পার করে ৩০৩ আসনে থামল গেরুয়া বাহিনী। আর সপ্তদশ লোকসভায় তাদের নেতৃত্বে এনডিএ জোট পেল মোট ৩৫২টি আসন।

এইবারও বিজেপির মোট আসনের সিংহভাগই এসেছে উত্তরপ্রদেশ থেকে। বুয়া-ভাতিজার জোটকে নস্যাৎ করে এই রাজ্য থেকে তারা মোট ৬২ টি আসন জিতেছে। আর এনডিএ সঙ্গী আপনা দল জিতেছে ২টি আসন। এর পাশাপাশি বিজেপি নতুন শক্তি অর্জন করেছে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়। পূর্ব ভারতের এই দুই রাজ্যে তাদের প্রাপ্ত আসন সংখ্যা ক্রমে ১৮ ও ৮।

Latest Videos

বিজেপির এনডিএ সঙ্গীদের মধ্যে সবচেয়ে বেশি আসন পেয়েছে শিবসেনা, ১৮টি। তারপরেই আছে নীতিশকুমারের জেডিইউ - ১৬টি। এছাড়া ৬টি আসন জিতেছে লোক জনশক্তি পার্টি, ২টি করে আসন জিতেছে অকালি দল ও আপনা দল, ১টি করে আসন জিতেছে অল ঝাড়খণ্ড স্টুডেন্ট্স ইউনিয়ন, লোকতান্ত্রিক পার্টি, মিজো ন্যাশনাল ফ্রন্ট ও ন্য়াশনাল পিপলস পার্টি। এছাড়া কর্নাটকে বিজেপি সমর্থিত এক নির্দল প্রার্থীও জয়ী হয়েছেন।

অপরপক্ষে গত ৫ বছরে রাহুল গান্ধী তাঁর দলের আসন বাড়াতে পেরেছেন মাত্র ৮টি। এইবার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাপ্ত আসন সংখ্যা ৫২। আর তাদের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে ৮৭টি আসন। কংগ্রেসের ৫২ আসনের পাশাপাশি ডিএমকে পেয়েছে ২৩টি আসন, এনসিপি ৫টি, আইইউএমএল ৩টি ও ১টি করে আসন জিতেছে আরএসপি, কেসি (এম), জেএমএম এবং ভিসিকে।
 
এই দুই প্রধান জোটের বাইরে থাকা দলগুলির মিলিত আসন সংখ্যা ১১০। এরমধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছে ২২টি আসন, ওয়াইএসআর কংগ্রেস পেয়েছে ২২টি, বিজেডি ১২টি, বিএসপি ১০টি, টিআরএস ৯টি, এসপি ৫টি, টিডিপি ৩টি।

Share this article
click me!

Latest Videos

‘পুলিশ না থাকলে তৃণমূলকে কেউ ভয় পেতো না’ মমতাকে ঝাঁঝালো আক্রমণ সুকান্তর! দেখুন কী বললেন | Sukanta M
CCTV লাগাতে এত টাকা! 'তৃণমূল অভয়ার নামেও কাটমানি তুলছে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
‘পশ্চিমবঙ্গের হিন্দুদের ক্ষমতা এবার দেখবে তৃণমূল’ তৃণমূলকে হুঙ্কার শুভেন্দুর! | Suvendu Adhikari
‘চাকরিপ্রার্থীদের মুখোমুখি হওয়ার ভয়ে মমতা দার্জিলিং পালিয়েছে’ শুভেন্দুর তীব্র আক্রমণ মমতাকে!
'আমি কিছু করিনি, আমায় ফাঁসিয়েছে বিনীত গোয়েল' চিৎকার সঞ্জয় রায়ের | Sanjay Roy | RG Kar Case