নির্বাচনের আগে একটি কথা প্রায়ই শোনা যায় - প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। তা যে কতটা সত্যি একেবারে ঠেকে শিখেছিলেন রাজস্থানের কংগ্রেস নেতা সি পি জোশি। ২০০৮ সালে রাজস্থানের নাথওয়াড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির কল্যান সিং চৌহানের বিরুদ্ধে মাত্র ১ ভোটে হেরে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া হয়নি। শুধু এই একটি ক্ষেত্রেই নয়, বেশ কয়েকটি ক্ষেত্রএই দেখা গিয়েছে একটি-দুটি ভোটও দারুণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
নির্বাচনের আগে ভোটারদের ভোটদানে সচেতন করতে বলা হয় প্রতিটি ভোটই গুরুত্বপূর্ণ। তা যে কতটা সত্যি একেবারে ঠেকে শিখেছিলেন রাজস্থানের কংগ্রেস নেতা সি পি জোশি। ২০০৮ সালে রাজস্থানের নাথওয়াড়া বিধানসভা কেন্দ্রে বিজেপির কল্যান সিং চৌহানের বিরুদ্ধে মাত্র ১ ভোটে হেরে তাঁর মুখ্যমন্ত্রী হওয়া হয়নি। সেইবার ভোট দেননি তাঁর মা বোন এবং গাড়ির চালক।
শুধু এই একবারই নয়, তার আগে ২০০৪ সালে কর্নাটকের বিধানসভা নির্বাচনেও সান্থেমারাহালি কেন্দ্রে জেডিএস-এর এআর কৃষ্ণমূর্তি কংগ্রেসের আর ধ্রুবনারায়ণের বিরুদ্ধে ওই ১ ভোটেই পরাজিত হয়েছিলেন। লোকসভায় ১ ভোটে হারার নজির না থাকলেও ১০ ভোটের কম ভোটে জেতার নজির কিন্তু রয়েছে।
এক নজরে দেখে নেওয়া যাক লোকসভা নির্বাচনের ইতিহাসে সবচেয়ে কম ভোটে জয়ী প্রার্থীদের তালিকা -