শুভেচ্ছা জানিয়েও ট্রোলড মিমি, কেন নেটিজেনরা এক হাত নিলেন তাঁকে

arka deb |  
Published : May 11, 2019, 04:26 PM IST
শুভেচ্ছা জানিয়েও ট্রোলড মিমি, কেন নেটিজেনরা এক হাত নিলেন তাঁকে

সংক্ষিপ্ত

আগেই হাতে গ্লাভস পরে প্রচারে বেরিয়ে বিদ্রুপের শিকার হয়েছিলেন তৃণমূলের যাদবপুরের এই প্রার্থী। সভাস্থলে তিরিক্ষি মেজাজের জন্যেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে হেনস্তা হতে হয়। এবার আবার নতুন করে ট্রোলের শিকার তিনি।

সময়টা ভাল যাচ্ছে না মিমি চক্রবর্তীর। ভোটের বাজারে নেতামন্ত্রীদের আকথা কুকথা তো আছেই। প্রায়শই শালীনতার মাত্রা ছাড়াচ্ছে বাক্যবাণ সঙ্গে রয়েছে ঠাট্টা-তামাশা, মিম-মস্করা এমনকী গালিগালাজও। আগেই হাতে গ্লাভস পরে প্রচারে বেরিয়ে তামাশার শিকার হয়েছিলেন তৃণমূলের যাদবপুরের এই প্রার্থী। সভাস্থলে তিরিক্ষি মেজাজের জন্যেও সোশ্যাল মিডিয়ায় তাঁকে হেনস্তা হতে হয়। এবার সেই ঘটনারই পুনরাবৃত্তি। নিন্দের ঝড় বয়ে গেল তাঁর নিজের ইন্সটাগ্রামেই। তাঁর 'অন্যায়', তিনি পবিত্র রমজান বিষয়ে একটি পোস্টার শেয়ার করেছিলেন। 

ঠিক কী করেছিলেন মিমি? গত ৭ মে হিজাব পরে একটি ছবি টুইট করেন মিমি। এই ঘটনাকেই অনেকে ভাল ভাবে নেয়নি। বলা হয় রাজনৈতিক ফায়দা লুটতে ধর্মের তাস ফেলছেন অভিনেত্রী।
 

 

 

বলাই বাহুল্য প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর থেকেই দুই টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী ও নুসরত জাহানকে ট্রোল করে চলেছে নেটিজেনরা। অতীতেও গণেশ চতুর্থীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে 'হেটারস'-দের কবলে পড়েছিলেন তিনি। প্রসঙ্গত মিমিকে সমর্থন করার লোকও খুব কম ছিলেন না ওই ইন্সটাগ্রাম পোস্টে।
 

PREV
click me!

Recommended Stories

Mithun Chakraborty: 'আমরাও খেলব আর ঠিক সময়ে পেনাল্টিতে বল বসিয়ে গোল দেব!' বিস্ফোরক মিঠুন
তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে অ্যাকশনে শুভেন্দু, ভোটের মুখে নিলেন বড় পদক্ষেপ