বাবার হাতেই তছনছ তৃণমূল, এবার কি বাবার পথেই ছেলে, জল্পনা শুরু

  • জনমত, এই এতবড় ধ্বসের মাস্টারমাইন্ড একজনই।
  • একদা তৃণমূলের সবচেয়ে বড় সংগঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের মুকুল রায়।
arka deb | Published : May 24, 2019 11:05 AM IST

রাজ্য়ে অপ্রত্য়াশিত ভাল ফল করেছে বিজেপি। ১৯ টি আসনে জয়লাভ করেছে গেরুয়া শিবির। অতি বড় বিরোধীও বিজেপি এই ঝড়ের আঁচ পাননি ভোটপ্রচারের দিনগুলিতে। জনমত, এই এতবড় ধ্বসের মাস্টারমাইন্ড একজনই। একদা তৃণমূলের সবচেয়ে বড় সংগঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের মুকুল রায়। তাঁর ক্ষমতাকে কুর্ণিশ না করে যে ভুল করেছেন, সে কথা এবার স্বীকার করে নিলেন মুকুল তনয় শুভ্রাংশু। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কাউন্টডাউন। বিজেপির প্রথম তাস কি বীজপুরের বিধায়ক? 

এ দিন শুভ্রাংশু বলেন, “আমি ভুলে গেছিলাম বীজপুরটা আমার একার নয়। আমি যেমন এখানকার ভূমিপুত্র, আমার বাবা মুকুল রায়ও এখানকার ভূমিপুত্র। বাবার কাছে হেরে গেছি। মানুষ বেছে নিয়েছে বাবাকে।”

Latest Videos

শুভ্রাংশু সাংবাদিকদের আশ্বাস দিয়েছেন তিনি এক্ষুনি দল ছাড়ছেন না। একই সঙ্গে রেখেছেন প্রশ্নও। সাংবাদিকের হাত ধরে সদর দফতরে তিনি প্রশ্ন করতে চান,  “এখন আমি দল ছাড়ছি না। কিন্তু দল কি আমায় বিশ্বাস করে? এখন সব কিছুতেই একটা কোয়েশ্চেন মার্ক এসে যাচ্ছে।” প্রশ্নের বোঝাই যাচ্ছে বাবাকে মিরজাফর প্রতিপন্ন করা দলের সঙ্গে দূরত্ব কতটা।

মমতা বন্দ্যপাধধ্যয়ায় কমিশনকে ভর্ৎসনা করতে গিয়ে বলেছিলেন, এক লক্ষ মুকুল ঢোকাবেন দলে। সে কথা মনে করিয়ে দিয়ে হাসছেন শুভ্রাংশু। বলছেন, “একটা মুকুল রায় গোটা তৃণমূলটাকে ভেঙে তছনছ করে দিল।”

তাঁর হাসির আর বাতাসে ভাসতে থাকা মুকুল রায়ের নামে স্লোগান মধ্যে লুকিয়ে থাকা ইঙ্গিত পড়তে পারছেন অনেকেই।

Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Mamata Banerjee Live: নবান্নে সাংবাদিক সম্মেলনে মমতা, দেখুন সরাসরি
Suvendu Adhikari: 'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর
Mamata Banerjee : 'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের