শুরু নতুন যুদ্ধ, মায়ের পায়ের ধুলো নিতে ছুটলেন ভাবী প্রধানমন্ত্রী

  • রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছেন তিনি।
  • হিসেব মতো তিনি এখন দেশের প্রধানমন্ত্রীও নন। 
arka deb | Published : May 25, 2019 7:27 AM IST

রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ইস্তফা দিয়েছেন তিনি। হিসেব মতো তিনি এখন দেশের প্রধানমন্ত্রীও নন। কিন্তু আরও এক দীর্ঘ যাত্রাপথ অপেক্ষা করছে তাঁর জন্যে। তাই প্রতিবারের মতো এবারও মায়ের আশির্বাদ নিতে ছুটলেন  তিনি। 

শুক্রবার রাতেই দেশের ভাবী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে জানিয়ে দিলেন তার আগামী কয়েক দিনের রুটম্যাাপ। আপাতত সবার আগে শনিবার মায়ের আশির্বাদ নিতে যাবেন তিনি।  সেখান থেকে রবিবার বারাণসী। শুধু লোকসভায় তিনশোর বেশি আসনই নয়, বারাণসী মানুষ তাঁকে দিয়েছে ৪ লক্ষের বেশি আসনে জয়। তাই তাঁদের কৃতজ্ঞতা জানাতে রবিবার সেখানে রোড শো-এর পরিকল্পনা রয়েছে নরেন্দ্র মোদীর।  তবে সবার আগে চাই অপেক্ষমান মা হীরাবেন-এর আশির্বাদ।

Latest Videos

অতীতেও দেখা গিয়েছে যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে মায়ের সঙ্গে মোলাকাত করেন প্রধানমন্ত্রী। নেন তাঁর পরামর্শ । নতুন মন্ত্রীসভা গঠনের ঠিক প্রাক্কালে, এবারেও সেই নিয়মের বদল হচ্ছে না।  

২৩ মে জনতার মসনদে তাঁর আসন পাকা হয়ে গিয়েছে। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সমস্ত কৃতিত্বই মোদী মানুষকে দিয়েছেন। আর তাঁর ব্যক্তিগত উত্থানের ইউএসপ? নিঃসন্দেহে তাঁর মা। 
 

Share this article
click me!

Latest Videos

Narendra Modi Live: দিল্লিতে মেগা জনসভা মোদীর, কী বার্তা, দেখুন সরাসরি
ফের Abhaya কাণ্ড করে দেওয়ার হুমকি! মহিলা চিকিৎসকের বিস্ফোরক অভিযোগ হাসপাতালের সুপারের বিরুদ্ধে
শুক্রবার ৩ জানুয়ারি এই ব্যক্তিদের হঠাৎ আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে, দেখে নিন আজকের রাশিফল
তৃণমূল কাউন্সিলার খুনের ঘটনায় BSF-কে দায়ী মমতার, পাল্টা মমতাকে ধুয়ে যা বললেন Dilip Ghosh
মালদার তৃণমূল কাউন্সিলার দুলাল সরকার কেসে জড়িত কী দলেরই কেউ? বিস্ফোরক তথ্য পুলিশের হাতে