গ্রীষ্মে আর ভোট নয়! গরম এড়াতে নতুন ব্যবস্থা নেবেন নীতিশ কুমার

  • নীতিশ কুমার জানান, এই গরম নির্বাচন প্রক্রিয়া কষ্টকর।
  • তাই গরম এড়াতে দুই থেকে তিনটে দফায় ভোট হওয়া উচিত। 
swaralipi dasgupta | Published : May 19, 2019 7:37 AM IST

গরমে হাঁসফাঁস করেও ভোট দিতে যাচ্ছে মানুষ। সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। 

সপ্তম দফায় ভোট দিয়ে সংবাদমাধ্যমের কাছে নীতিশ জানান, এই কাঠফাটা গ্রীষ্মে এতগুলি দফায় ভোট হওয়া উচিত নয়। নির্বাচনের জন্য এটা (গ্রীষ্ম) সঠিক সময় নয়। নির্বাচন হওয়া উচিত ফেব্রুয়ারি-মার্চ অথবা অক্টোবর-নভেম্বর নাগাদ। দুই থেকে তিনটে দফায় ভোট হওয়া উচিত আমাদের দেশে। 

Latest Videos

রবিবার একদম সকাল সকাল ভোট দিয়েছেন নীতিশ। মনে করা হচ্ছে গরম এড়াতেই সকাল সকাল বুথে হাজির ছিলেন তিনি। 

বুথ থেকে ভোট দিয়ে বেরিয়েই নীতিশ কুমার জানান, এই গরম নির্বাচন প্রক্রিয়া কষ্টকর। তাই গরম এড়াতে দুই থেকে তিনটে দফায় ভোট হওয়া উচিত। এই মর্মে পরবর্তী নির্বাচনে সময়ের পরিবর্তনের জন্য ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন তিনি। 

বিহারের মুখ্য়মন্ত্রী বলছেন, নির্বাচন হয়ে গেলে, ভোট কয় দফায় হবে এবং কোন সময়ে হবে এই বিষয়ে আলোচনা করার জন্য আমি অন্য়ান্য দলের সভাপতিদের চিঠি লিখব। বিভিন্ন বিষয়ে মতান্তর থাকলেও এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি সবার জন্যই, বিশেষ করে ভোটারদের জন্য সুবিধাজনক হবে। 

প্রসঙ্গত, আজই শেষ দফার নির্বাচন। সপ্তম দফার নির্বাচনে ভোট দিচ্ছে ৮ রাজ্যের ৫৯ আসনের ভোটার। এদিনের অন্যতম গুরুত্বর্পূণ রাজ্য হল পশ্চিমবঙ্গ। এখানে ৯ কেন্দ্রে ভোট হচ্ছে। ২০১৪-য় এই ৯টি কেন্দ্রেই জয়ী হয়েছিল তৃণমূল। তাই এবারও কি একই ফলাফল হবে, সেটাই দেখার। 

 

Share this article
click me!

Latest Videos

সনাতনীদের বিশাল মিছিল! Bangladesh-এ চিন্ময় প্রভুর মুক্তির দাবীতে Kolkata উত্তাল |Chinmoy Krishna Das
এটিএম লুঠের ছক ভেস্তে দিলো পুলিশ! ভীন রাজ্যের যোগ, চাঞ্চল্য New Barrackpore-এ | North 24 Parganas
Suvendu Adhikari : 'সোমবার বর্ডার-এ বুঝিয়ে দেবো ইউনূসকে' #shorts #suvenduadhikari #bangladeshcrisis
'এক চিন্ময় কারাগারে, লক্ষ চিন্ময় ঘরে ঘরে' Chinmoy Krishna Das-এর মুক্তির দাবীতে উত্তাল Kolkata
Suvendu Adhikari : বাংলাদেশের ইউনূসকে যা বলল শুভেন্দু! #shorts #suvenduadhikari #bangladeshcrisis