গেরুয়া উত্তরীয়তে মোড়া চব্বিশ লক্ষ টাকা, সোনারপুরে ধৃত পাঁচ বিজেপি নেতা

  • বৃহস্পতিবার রাতে একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ।
  • পালাতে চাইছিল গাড়ির সওয়ারিরা।
  • কিন্তু শেষরক্ষা হল না
arka deb | undefined | Published : May 17, 2019 1:11 PM

আগেই কথা ছিল শেষ দফার আগে রাজ্যে চলবে জোর নাকা চেকিং। হাতেনাতে তার ফল মিলল। ভোটের ঠিক আগেই বারুইপুরে ধরা পড়ল পাঁচ বিজেপি নেতা, তাদের সঙ্গে ছিল মোট ২৪ লক্ষ ১২ হাজার টাকা৷ 

ধৃতদের নাম কৌশিক মণ্ডল, সরস্বতী হালদার  মিন্টু হালদার, ও নমিতা সর্দার৷ধৃত মিন্টু বারুইপুর মণ্ডল বিজেপির বারুইপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। 

Latest Videos

গেরুয়া উত্তরীয়তে মোড়া এই টাকা নিয়ে কোথায় কী কারণে যাচ্ছিলেন এই বিজেপি নেতারা? সেই প্রশ্নের কোনও সঠিক উত্তর দিতে পারেননি তারা। এরপরই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে৷

প্রসঙ্গত , বৃহস্পতিবার রাতে নাকা তল্লাশির সময় জয়নগরের বকুলতলা এলাকার বুড়োগাট থেকে সাদা রঙের একটি জাইলো গাড়িকে প্রথমে আটক করে পুলিশ। গাড়ির ভিতরে বসে থাকা লোকজন পুলিশি তল্লাশি এড়িয়ে যেতে কোনও চেষ্টারই কসুর করেননি। তবে  শেষরক্ষা হয়নি। পুলিশি তৎপরতা জানা যায় তাঁদের পরিচয়। এরপরে তল্লাশি শুরু করে পুলিশ হতভম্ব হয়ে যায়, দেখা যায় গেরুয়া রঙের উত্তরীয়তে মোড়া রয়েছে ২৪ লক্ষ ১২ হাজার টাকা। জিজ্ঞেসাবাদে সাড়া না পেয়ে তক্ষুনি দলটাকে গ্রেফতার করে পুলিশ। 

Share this article
click me!

Latest Videos

বাংলায় বিজেপি বাইরের লোক ঢোকাচ্ছে অভিযোগ মমতার, পাল্টা দিয়ে চরম কটাক্ষ অগ্নিমিত্রার | Agnimitra Paul
জাতীয় পতাকার অসম্মান! Kalyani-তে তৃণমূলের পতাকা উপরে জাতীয় পতাকা নীচে! চাঞ্চল্য কল্যাণীতে
TMC News: '২০২৬-এ তৃণমূল ২৫০ এর বেশি সিট পাবে' বিস্ফোরক দাবি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের
Suvendu vs Mamata : 'কাণ্ডজ্ঞান নেই নামেই ১৪ বছরের মুখ্যমন্ত্রী', কেন এমন বললেন শুভেন্দু ? দেখুন
Kolkata News: নতুন সিকিউরিটি গার্ড পরিচয়ে প্রবেশ, তারপর যা ঘটল, চমকে উঠবেন! চাঞ্চল্য গোটা এলাকায়