কুকুরের 'ঘেউ ঘেউ', কামারের এক ঘা, মমতাকে বুঝিয়ে দিয়েছে সরকারি কর্মচারীদের ভোট

  • দাবি সামান্য।  
  • প্রাপ্যটুকু বুঝিয়ে দিন।  
  • ডিএ প্রসঙ্গে এই দাবিকেই মমতা বন্দ্যোপাধ্যায় 'কুকুরেরে ঘেউ ঘেউ' বলেছিলেন।
arka deb | Published : May 25, 2019 9:17 AM IST / Updated: May 25 2019, 03:12 PM IST

দাবি সামান্য।  প্রাপ্যটুকু বুঝিয়ে দিন।  ডিএ প্রসঙ্গে এই দাবিকেই মমতা বন্দ্যোপাধ্যায় কুকুরেরে ঘেউ ঘেউ বলেছিলেন।  তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ১৫ শতাংশ ডিএ বাড়িয়েও এতটুকুও বরফও গলাতে পারেননি মমতা।  তার প্রমাণ দিল  পোস্টাল ব্যালট।  ৪১ টির মধ্যে ৩৯ টি কেন্দ্রে মমতার বিরুদ্ধে ভোট দিয়েছেন তাঁরই বেতনভুক কর্মীরা।

চোখ বোলানো যাক  কয়েকটা জেলার সরকারি কর্মচারীদের ভোটে। আলিপুরদুয়ারে পোস্টাল ব্যালটে বিজেপি ভোট পেয়েছে   ৩০১৬টি, তৃণমূল ভোট পেয়েছে ৯৩০টি।  আরামবাগে বিজেপির ভোট  এসেছে ১০৩২টি , তৃণমূল ভোট পেয়েছে ৩১৬টি। বিরাট ভোটের পার্থক্য পুরুলিয়াতেও । সেখানে বিজেপি ভোট পেয়েছে ২০৯১টি, তৃণমূল ৫৯০টি।  ভোটপার্থক্য চোখে পড়ার মতো বিষ্ণুপুরেও।    সেখানে বিজেপি পেয়েছে  ২১১৫ টি ভোট আর তৃণমূল পেয়েছে ৪১২টি ভোট।
      

Latest Videos

অতীতে দ্ব্যর্থহীন ভাষায় সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী এর নিন্দা করেছিলেন। বলেছিলেন। ধিক্কার দিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। টনক নড়েনি মমতার। একে একে বিপক্ষে গিয়েছে সরকারী কর্মচারীদের সংগঠনগুলি। একসময় মুখ খুলেছে শাসক দলেরই সংগঠন। আর শেষমেশ এই ফল। আশা করা যায়, সরকারি কর্মীদের এই বিষ ছোবল তাঁদের নজর এড়াবে না।
 

Share this article
click me!

Latest Videos

Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today