ঘরে বাইরে আজ টিমের সঙ্গেই জন্মদিন পালন অপর্ণা সেনের, সেলিব্রেশনে হাজির যিশু-অনির্বাণ

Published : Oct 25, 2019, 03:36 PM ISTUpdated : Oct 26, 2019, 12:07 PM IST
ঘরে বাইরে আজ টিমের সঙ্গেই জন্মদিন পালন অপর্ণা সেনের, সেলিব্রেশনে হাজির যিশু-অনির্বাণ

সংক্ষিপ্ত

৭৪তম জন্মদিনে কাজের মাঝেই ব্যস্ত অপর্ণা সেন শ্যুটিং ফাঁকেই পালন করলেন জন্মদিন কেক কাটলেন অনির্বাণ-যিশুর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ছবি

বর্তমানে বেশ কয়েকটি ছবির কাজ নিয়ে বেজায় ব্যস্ত টলিপাড়ার রিনা দি। ৭৪-এও পর্দায় পার্ফেক্ট ফ্রেমের খোঁজে প্রতিমুহুর্তে নিজেকে ভাঙেন-গড়েন। তাই জন্মদিনটাও ব্যস্তার মধ্যেই কাটালেন তিনি। দুটি ছবির কাজ চলছে তাঁর একই সঙ্গে। একদিকে 'ঘরে বাইরে' আর অন্যদিকে 'বহমান'। 

ফলে কাজের ফাঁকেই কেকে কেটে অপর্মা সেন পালন করলেন জন্মদিন। সঙ্গে উপস্থিত ছিলেন অনির্বাণ, যিশু। টলিউডে তাঁর প্রথম হাতেখড়ি হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে। নিজের ৭৪তম জন্মদিনে এসে ফিরে পাওয়া সেই একই অনুভুতি। এবারও বহমান ছবিতে তাঁর বিপরীতে সেই সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্যদিকে হাতে রেয়েছে ঘরে বাইরে আজ ছবির কাজ। 

 

 

সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাঁর দ্বায়িত্ব, বদলেছে তাঁর জীবনের বিভিন্ন অধ্যায়। এক এক মুহুর্তে নিজেকে তুলে ধরেছেন এক এক রূপে। ব্যতিক্রম ঘটেনি কখনই। অভিনয় দিয়ে হাতেখড়ি হলেও পরবর্তিতে পরিচালনার কাজেও এক কথায় তিনি ছিলেন অনবদ্য। বর্তমানে বিভিন্নসামাজিক বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে পেয়েছেন বুদ্ধিজীবির তকমা। সমাপ্তি-তে শুরু হলেও ৭৪-রেও একাই একশো অপর্ণা সেন। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার