'নেতাজি' ধারাবাহিকের লোগোতে লুকিয়ে বড় ভুল! খুঁজে বের করলেন নেটিজেনরা

  • ড্রয়িং রুমে আয়েশ করে একের পরে এক ধারাবাহিক দেখেন
  • কিন্তু জানেন কি, এই মুহূর্তের অন্যতম ধারাবাহিক 'নেতাজি'-তে একটি বড় ভুল আপনার চোখ এড়িয়ে গিয়েছে
     

swaralipi dasgupta | Published : Jun 1, 2019 9:32 PM IST / Updated: Jun 02 2019, 03:04 AM IST

ড্রয়িং রুমে আয়েশ করে একের পরে এক ধারাবাহিক দেখেন! কিন্তু জানেন কি, এই মুহূর্তের অন্যতম ধারাবাহিক 'নেতাজি'-তে একটি বড় ভুল আপনার চোখ এড়িয়ে গিয়েছে। 

নেতাজি ধারাবাহিকে এই মুহূর্তে শিশু সুভাশকে দেখানো হচ্ছে। ধীরে ধীরে সুভাশচন্দ্রের নেতাজি হয়ে ওঠার ইতিহাসই দেখানোর কথা এই ধারাবাহিকে। কিন্তু সেই ইতিহাসের জায়গাতেই একটা বড় ভুল থেকে গিয়েছে। সিরিয়ালটির লোগোতে রয়েছে ভারতের মানচিত্র ও তার উপরে ঘোড়ায় সওয়ারি নেতাজি। কিন্তু ভুলটা হল, লোগোতে রয়েছে ভারতের বর্তমান মানচিত্র। কিন্তু ইতিহাস মানতে হলে লোগোয় থাকার কথা ছিল অখণ্ড ভারতের মানচিত্র। কারণ নেতাজির ইতিহাসই যদি এই ধারাবাহিকের মূল বিষয়বস্তু হয়ে থাকে, তা হলে ১৯৪৫ সাল পর্যন্তই দেখানোর কথা। অর্থাৎ সেখানে ভারতের বর্তমান মানচিত্র ভুল। 

এই ভুল অবশ্য নেটিজেনদের চোখ এড়াতে পারেনি। তাঁরাই এই ভুল খুঁজে বের করেছেন। টিআরপি-র দিক থেকে দেখতে গেলে এই সিরিয়াল বেশ এগিয়ে রয়েছে। কিন্তু সেখানে এত বড় একটা ভুল লুকিয়ে রয়েছে অনেকেই আশা করেননি। 

আপাতত সোশ্য়াল মিডিয়ায় তাই আলোচনার কেন্দ্রেই রয়েছে ধারাবাহিক নেতাজি। লোগোটি রীতিমতো ভাইরাল হচ্ছে। 
 

Share this article
click me!