সলমনের ছবি পা দিয়ে আঁকলেন প্রতিবন্ধী ভক্ত! মুহূর্তে ভাইরাল সেই ভিডিও

swaralipi dasgupta |  
Published : Jul 17, 2019, 01:46 PM IST
সলমনের ছবি পা দিয়ে আঁকলেন প্রতিবন্ধী ভক্ত! মুহূর্তে ভাইরাল সেই ভিডিও

সংক্ষিপ্ত

বলিউডের সুপারস্টার বলে কথা তাই তাঁর যে ভক্তের সংখ্যা অগুন্তি হবে তা বলাই বাহুল্য সারা বিশ্বে তাঁর ভক্তরা ছড়িয়ে রয়েছেন  সম্প্রতি ইরান থেকে এক প্রতিবন্ধী ভক্ত সলমনের ছবি এঁকে নজির গড়লেন  সেই ভিডিও সলমন নিজের সোশ্যাল মিডিয়ায়ে শেয়ারও করেছেন

বলিউডের সুপারস্টার বলে কথা। তাই তাঁর যে ভক্তের সংখ্যা অগুন্তি হবে তা বলাই বাহুল্য। সারা বিশ্বে তাঁর ভক্তরা ছড়িয়ে রয়েছেন। সম্প্রতি ইরান থেকে এক প্রতিবন্ধী ভক্ত সলমনের ছবি এঁকে নজির গড়লেন। সেই ভিডিও সলমন নিজের সোশ্যাল মিডিয়ায়ে শেয়ারও করেছেন। 

সেই ভিডিওয়ে দেখা যাচ্ছে, প্রতিবন্ধী ভক্ত পা দিয়ে সলমনের ছবি আঁকছেন। মন ভালো করা এই ভিডিওটি মুহূর্তে সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়। সলমন খান সেই ভিডিও-র ক্যাপশনে লেখেন, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি যে পরিমাণে ভালোবাসা দিয়েছ তা ফেরত দিতে পারব না। কিন্তু তোমার জন্য অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। 

 

 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সলমনের ছবিটিতে রং ভরছেন প্রতিবন্ধী ভক্ত। সলমন শেয়ার করার সঙ্গে সঙ্গে এই ভিডিও ছড়িয়ে পড়ে। সলমনের সঙ্গে সঙ্গে তাঁর প্রতিভার বাহবা দিতে থাকেন নেটিজেনরাও। 

প্রসঙ্গত, সব মিলিয়ে সলমন খানের সময় এখন ভালোই যাচ্ছে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ভারত। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। এই ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই মুহূর্তে সলমন বিগবস ১৩-র প্রস্তুতি নিচ্ছেন। 

PREV
click me!

Recommended Stories

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?
"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা