রোম্যান্সে মগ্ন অবস্থাতেই নদীতে পড়ে যাচ্ছিলেন প্রিয়ঙ্কা! বাহুডোরে আগলে নিলেন নিক, দেখুন ভিডিও

  • নদীতে পড়তে পড়তে বাঁচলেন প্রিয়ঙ্কা চোপড়া
  • আর রক্ষাকর্তা সেই স্বামী নিক জোনাস আসলে সেই সময়ে ক্রজে ছিলেন দম্পতি
  • তখনই এই বিপদের থেকে বাঁচেন পিগি চপস
swaralipi dasgupta | Published : Jun 28, 2019 2:10 PM IST

নদীতে পড়তে পড়তে বাঁচলেন প্রিয়ঙ্কা চোপড়া। আর রক্ষাকর্তা সেই স্বামী নিক জোনাস আসলে সেই সময়ে ক্রজে ছিলেন দম্পতি। তখনই এই বিপদের থেকে বাঁচেন পিগি চপস। 

এই মুহূর্তে প্রিয়ঙ্কা ও নিক দুজনেই প্যারিসে। উপলক্ষ নিকের ভাইয়ের বিয়ে। সেই জন্য ক্রজে পার্টি করছিলেন সকলে। আর তার মধ্য়ে নিজেদের মতো করে সময় কাটাচ্ছিলেন নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া। দুজনেই ব্যস্ত ছিলেন রোম্যান্সে। হঠাৎই চুম্বনে মগ্ন থাকা অবস্থায় পা বেসামাল হয়ে পড়ে প্রিয়ঙ্কার। ক্রজের একদম ধারেই ছিলেন দুজনে। তাই তখন পা ফসকে গেলে পিগি চপস সোজা নদীতে গিয়েই পড়তেন। 

Latest Videos

 

 

কিন্তু নিক সঙ্গে থাকতে কি তেমন হতে দেবেন! সঙ্গে সঙ্গে নিক প্রিয়ঙ্কাকে নিজের বাহুডোরে আগলে নিলেন।  এই পুরো দৃশ্যের ভিডিও মুহূর্তে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। দেখে নিন সেই ভিডিও- 

প্রসঙ্গত, ২০১৮-র ১ ডিসেম্বর একেবারে রাজকীয় কায়দায় বিয়ে করেন মার্কিন পপস্টার ও প্রিয়ঙ্কা চোপড়া। তার পরে কিছু দিনের মধ্যেই ইনস্টাগ্রামে নিজের নাম বদলে লেখেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। 

এই মুহূর্তে দুজনেই নিকের ভাইয়ের বিয়ে নিয়ে ব্য়স্ত। কিছুদিন আগেই মেট গালার আসরে ও কান চলচ্চিত্র উৎসবে গিয়ে ঝড় তুলেছিলেন প্রিয়ঙ্কা চোপড় জোনাস। পোশাকে ও সাজে দুই জায়গাতেই স্পটলাইটে ছিলেন পিগি চপস। 

Share this article
click me!

Latest Videos

‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News