রোমহর্ষক 'ফিউরর' নিয়ে আসছে আড্ডাটাইমস

Published : Sep 23, 2019, 10:31 PM ISTUpdated : Sep 24, 2019, 02:38 PM IST
রোমহর্ষক 'ফিউরর' নিয়ে আসছে আড্ডাটাইমস

সংক্ষিপ্ত

আড্ডাটাইমস নিয়ে আসছে আরও এক নতুন ওয়েব সিরিজ, 'ফিউরর' রোমহর্ষক, টান টান উত্তেজনা নিয়ে তৈরি এই সিরিজ সিরিজটিতে হিন্দি ও ইংরেজী দুটি ভাষা ব্যবহার করা হয়েছে  ২৭ সেপ্টেম্বর থেকে দেখা যাবে সিরিজটি   

ওয়েব সিরিজের চাহিদা এখন তুঙ্গে চারিদিকে। আবারও টানটান উত্তেজনামূলক থ্রিলার আনতে চলেছে আড্ডাটাইমস। আড্ডাটাইমসের পরবর্তী সিরিজ হল 'ফিউরর'। রোমহর্ষক, টান টান উত্তেজনা নিয়ে তৈরি এই সিরিজটি। ২৭ সেপ্টেম্বর থেকে দেখা যাবে সিরিজটি।     

মানুষ এখন সোশ্যাল নেটওর্য়াকিং-এর ঘেরাটোপে বন্দি। সোশ্যাল নেটওর্য়াকিং-এর জালে জড়িয়ে গিয়ে কিভাবে মানুষের শৈশব বিপন্ন হচ্ছে, এবং আগামী দিনগুলিতে প্রভাব ফেলছে সেই কাহিনি তুলে ধরবে সিরিজটি। গল্পটিতে সাতজন ছাত্র- ছাত্রীর কাহিনি তুলে ধরা হবে। 

গল্পটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছে সাতজন ছাত্র- ছাত্রী। যারা কোনও না কোনও ভাবে কিছু অপরাধের সঙ্গে জড়িয়েছে। তাদের শিক্ষা দিতেই আর্বিভাব হয় একজনের যে চোখের সামনে প্রত্যক্ষ করেছিল তাঁর প্রিয়জনের সঙ্গে ঘটে যাওয়া কিছু অপরাধ। এই সবকিছুর উত্তর জানতে হলে চোখ রাখতে হবে ওয়েব সিরিজটিতে। সিরিজটিতে অভিনয় করেছেন মেখলা সারণ, কুশ গুপ্তা, করণ ধনকর, অংশুমান চৌধুরী, রিধি নেগি প্রমুখরা। সিরিজটি হিন্দিতে ভাষাতে মুক্তি পাবে। এছাড়া ইংরেজী ভাষাও ব্যবহার করা হয়েছে । মোট ৯টি এপিসোড দেখানো হবে ওয়েব সিরিজটিতে। 

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?