অদিতি-দেবরাজের জামাই ষষ্ঠী! সঙ্গীতপ্রেমী শ্বশুর-শাশুড়িকে বিশেষ উপহার দিলেন জামাই

swaralipi dasgupta |  
Published : Jun 08, 2019, 04:50 PM ISTUpdated : Jun 08, 2019, 07:20 PM IST
অদিতি-দেবরাজের জামাই ষষ্ঠী! সঙ্গীতপ্রেমী শ্বশুর-শাশুড়িকে বিশেষ উপহার দিলেন জামাই

সংক্ষিপ্ত

জামাই ষষ্ঠী পালন করলেন গায়িকা অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তী। সারাদিনটা বাপের বাড়িতেই কাটালেন অদিতি ও দেবরাজ।  এটা অদিতি ও দেবরাজের দ্বিতীয় জামাই ষষ্ঠী। প্রথম বারের মতো ছবি তোলার ঘটা না থাকলেও খাওয়া দাওয়ায় কোনও খামতি ছিল না। 

জামাই ষষ্ঠী পালন করলেন গায়িকা অদিতি মুন্সী ও দেবরাজ চক্রবর্তী। সারাদিনটা বাপের বাড়িতেই কাটালেন অদিতি ও দেবরাজ। 

এটা অদিতি ও দেবরাজের দ্বিতীয় জামাই ষষ্ঠী। প্রথম বারের মতো ছবি তোলার ঘটা না থাকলেও খাওয়া দাওয়ায় কোনও খামতি ছিল না। এশিয়ানেট নিউজ বাংলার তরফ থেকে অদিতি মুন্সীকে যোগাযোগ করা হলে তিনি জানান, যেহেতু শনিবার তাই সমস্ত নিরামিষ পদেরই ব্যবস্থা করা হয়েছে এইদিন। 

অদিতি জানান, জামাই ষষ্ঠী স্পেশাল মেনুতে ছিল পোলাও, পাঁচ রকমের ভাজা, আলুর দম, পনির, পটলের দোরমা, আমের চাটনি, দই মিষ্টি। অন্যদিকে দেবরাজও শ্বশুর শাশুড়ির জন্য উপহার নিয়ে যান। শ্বশুরের জন্য পাঞ্জাবি-পাজামা ও শাশুড়ির জন্য শাড়ি। এছাড়াও জামাই ষষ্ঠী উপলক্ষে শ্বশুর শাশুড়িতে আরও একটি বিশেষ উপহার দিয়েছেন দেবরাজ চক্রবর্তী। 

অদিতি-র মা-বাবা দুজনেই গান শুনতে ভালবাসেন। তাই  এইদিন শ্বশুর শাশুড়িকে একটি ক্যারাভান উপহার দিয়েছেন দেবরাজ। 

প্রসঙ্গত, ২০১৮-র গোড়ার দিকে তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় অদিতির। দুজন পুরো ভিন্ন জগতের মানুষ। একজন সঙ্গীত জগতের মানুষকে মুগ্ধ করেছেন। আর একজন রাজনীতির ময়দানে। দেবরাজের পাড়ার একটি অনুষ্ঠানে গান গাইতে এসেছিলেন অদিতি মুন্সী। সেখান থেকেই দুজনের আলাপ, প্রেম ও তার পরে বিয়ে।  

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার