ধর্ষণের দায়ে আটক আদিত্য পাঞ্চোলি! এবার কঙ্গনার থেকে ১ কোটি টাকা নেওয়ার অভিযোগ

swaralipi dasgupta |  
Published : Jun 28, 2019, 03:11 PM ISTUpdated : Jun 28, 2019, 03:13 PM IST
ধর্ষণের দায়ে আটক আদিত্য পাঞ্চোলি! এবার কঙ্গনার থেকে ১ কোটি টাকা নেওয়ার অভিযোগ

সংক্ষিপ্ত

ধর্ষণের দায়ে আটক করা হয়েছে আদিত্য় পাঞ্চোলিকে এক অভিনেত্রী তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনেন এবার কঙ্গনার দিদি রঙ্গোলি নতুন অভিযোগ আনলেন কঙ্গনার থেকে নাকি ১ কোটি টাকা নিয়েছিলেন আদিত্য় 


সম্প্রতি বলিউড অভিনেতা আদিত্য পাঞ্চলিকে আটক করেছে ভারসোভা থানার পুলিশ। অপহরণ করে ধর্ষণ করার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে আদিত্যকে। বলিউডেরই এক অভিনেত্রী এই ঘটনার কথা সামনে আনেন। সেই অভিনেত্রী জানিয়েছেন, জোর করে তাঁকে সম্পর্কে রেখে দিনের পর দিন ধরে যৌন হেনস্থা করা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

আদিত্যকে গ্রেফতার করার কিছুক্ষণের মধ্যে কঙ্গনা রানাউতের দিদি রঙ্গোলি চান্দেল আদিত্যর বিরুদ্ধে নতুন একটি অভিযোগে এনেছেন। তিনি দাবি করেছেন, আদিত্য় পাঞ্চোলি চাপ দিয়ে কঙ্গনার কাছ থেকে মোট ১ কোটি টাকা আদায় করেছেন। টুইটারের মাধ্যেমে রঙ্গোলি জানিয়েছেন, কঙ্গনা যখন ঘরহারা, তখন আদিত্যই ওর খাওয়া দাওয়ার দায়িত্বে নিয়েছিলেন। পরে ৩ মাসের খাওয়ার খরচ হিসেবে তাঁর থেকে ১ কোটি টাকা নিয়েছিলেন আদিত্য। 

এখানেই নাকি থেমে থাকেননি আদিত্য পাঞ্চোলি। এর পরেও টাকা দাবি করেছিলেন। তখন ২০১৬ সাল। সেই সময়েও থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন কঙ্গনা। কঙ্গনা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকায় এই ব্যাপারগুলিতে সেই সময় নজর দিতে পারেননি ঠিক করে। জানিয়েছেন রঙ্গোলি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার