খান-রাই ছিলেন পছন্দের তালিকায়, অক্কির মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে

Published : Dec 04, 2019, 03:58 PM IST
খান-রাই ছিলেন পছন্দের তালিকায়, অক্কির মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে

সংক্ষিপ্ত

গুড নিউজ ছবির প্রচারে এসে সরব অক্কি খান-দের সঙ্গে টক্করের কথা প্রকাশ্যেই জানালেন পরিচালকেরা তাঁকে পছন্দের তালিকাতে রাখতেন না ২১ জন নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছেন অক্ষয় কুমার

অক্ষয় কুমারের এখবন বৃহস্পতি একপ্রকার তুঙ্গে। একের পর এক ছবিতে বাজিমাত করছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি হাউসফুল। চলতি বছরে মুক্তি তালিকাতে ছিল মোট চারটে ছবি। তার মধ্যে ব্লকবাস্টার দুই। হাউসফুলও যথেষ্ট সারা ফেলেছে দর্শকদের মধ্যে। কেরিয়ারের চরম পর্যায় এসে কোথাও যেন আক্ষেপের সুর শোনা গেল অভিনেতার গলায়।

পরিচালকদের পছন্দের তালিকাতে থাকতেন খান-রাই। ছবি করার জন্য প্রথম প্রস্তাব যেত তাঁদেরই কাছে। কিন্তু পরবর্তীতে সেই ছবি তাঁরা না করলে প্রস্তাব ফিরত অক্ষয় কুমারের কাছে। আগামী ছবি গুডনিউসের প্রমোশনে এসে প্রকাশ্যেই এই কথা শেয়ার করেন অক্ষয় কুমার। জানান অধিকাংশ নামী পরিচালকই তাঁকে ছবিতে নিতে চাইতেন না। 

 

 

কেবলমাত্র নিজের ইচ্ছা ও অভিনয়গুণেই সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। প্রথম দিন থেকেই সকলের প্রিয় অভিনেতা দিয়ে এসেছেন একাধিক বক্স অফিস হিট। তবে বহু নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। মোট ২১জন পরিচালককে নিজের ছবির সঙ্গে জুড়েছেন ইতিমধ্যেই। তার মধ্যে গুডনিউজও একটি। পরিচালক কিংবা ব্রান্ড দেখে নয়, নিজের অভিনয় তাগিদেতেই সকলকে তাক লাগাতেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার