আবারও সমালোচনার মুখে মহেশ ভাট, এবার অন্তরঙ্গতা জিয়া খানের সঙ্গে

Published : Aug 23, 2020, 11:02 PM ISTUpdated : Aug 24, 2020, 12:20 AM IST
আবারও সমালোচনার মুখে মহেশ ভাট, এবার অন্তরঙ্গতা জিয়া খানের সঙ্গে

সংক্ষিপ্ত

এবার জিয়া খানের সঙ্গে মহেশ ভাট অন্তরঙ্গ ভিডিও নেটদুনিয়ায়  সমালোচনার মুখে মহেশ ভাট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর সামনে এসেছে মহেশ ভাট  আর সুশাস্ত সিংএর প্রেমিকা রিয়া চক্রবর্তীর অন্তরঙ্গতা। যা নিয়ে রীতিমত সরগরম নেটদুনিয়া। মহেশ ভাটের সেই সম্পর্কের আঁচ কিছুটা হলেও পড়েছে তাঁর ছবি সড়ক-২তে। কিন্তু এরপরেও রেহাই নেই। সুশান্ত সিংএর মুত্যু উস্কে দিয়েছে আরও অনেক বিতর্ক। যা নিয়ে আবারও সরগরম নেটদুনিয়া। 

সদ্যোই সামনে এসেছেন মহেশ ভাট আর প্রয়াত অভিনেত্রী জিয়া খানের অন্তরঙ্গ ভিডিও। যার ইতিমধ্যেই হটকেক নেটদুনিয়ায়। যেখানে জিয়া খানের সঙ্গে রীতিমত অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে মহেশ ভাটকে। যা নিয়ে আবাকও নেটিজেনদের সমালোচনার মুখে পড়তে হয়েছে মহেশ ভাটকে। মহেশ ভাটনের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন নেটিজেনরা। যদিও মহেশ ভাটের পক্ষ থেকে জানান হয়েছে এটি অঅনেক পুরনো ভিডিও। 


সুশান্ত সিং রাজপুতের মৃত্যু অনেক জল্পনার মতই উস্কে দিয়েছে জিয়া খানের মৃত্যুকেও। যা নিয়ে নেটিজেনরা রীতিমত কাঠগড়ায় দাঁড় করিয়েছেন আদিত্য পাঞ্চলির ছেলে সুরজকে। প্রতিভাময়ী অভিনেত্রী জিয়া খানের মুত্যুর অভিযোগে সুজের বিরুদ্ধে এখনও মামলা চলছে। 
 

PREV
click me!

Recommended Stories

দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার
টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?