'জিনা ইহা মরনা ইহা' গানে আবেগপ্রবণ অমিতাভ, ঋতু নন্দার স্মরণসভায় বাকরুদ্ধ বলিউড

Published : Jan 21, 2020, 02:32 PM ISTUpdated : Jan 21, 2020, 03:12 PM IST
'জিনা ইহা মরনা ইহা' গানে আবেগপ্রবণ অমিতাভ, ঋতু নন্দার স্মরণসভায় বাকরুদ্ধ বলিউড

সংক্ষিপ্ত

ঋতু নন্দার স্মরণসভায় বি-টাইনের ঢল প্রথম সারিতেই বচ্চন পরিবার প্রকাশ্যে এল ভিডিও গান শুনে আবেগে ভাসলেন বিগ বি

১৪ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন রাজকুমারের মেয়ে ঋতু নন্দা। তাঁর মৃত্যুতেই বি-টাউনে নেমে এসেছিল শোকের ছায়া। কাপুর পরিবারের পাশাপাশি শোক আচ্ছন্ন করেছিল বচ্চন পরিবারকেও। বচ্চন পরিবারের মেয়ে শ্বেতারও বিয়ে হয়েছিল নন্দা পরিবারে। সেইদিনই দুপুরে তাঁকে দাহ করা হয়। এদিন দিনভর বিটাউনের ঢল নামে নন্দা পরিবারে। 

 

 

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কয়েকবছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। লিখেছিলেন, চলে গেলেন একজন ভালো বন্দু, ভালো বোন, ভালো মা, ভালো শ্বাশুরি। তাঁরই স্মরণসভায় নামল বি টাউনের ঢল। 

 

 

সোমবার ২১ জানুয়ারি ঋতু নন্দার স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানেই দেখা যায় প্রথম সারিতেই বসে রয়েছেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। পাশাপাশি রয়েছেন অভিষেক বচ্চন, ঋষি কাপুর, রণবীর কাপুর প্রমুখেরা। সামনে সাজিয়ে তোলা হয়েছে ঋতু নন্দার ছবি। সেখানেই গান হয়, জিনা ইহা মরনা ইহা। যা শোনার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই।

PREV
click me!

Recommended Stories

যুবভারতীতে বিক্ষোভের মাঝেই মেসির সঙ্গে ছবি পোস্ট শুভশ্রীর, ক্ষুব্ধ নেটজনতা
রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?