'জিনা ইহা মরনা ইহা' গানে আবেগপ্রবণ অমিতাভ, ঋতু নন্দার স্মরণসভায় বাকরুদ্ধ বলিউড

  • ঋতু নন্দার স্মরণসভায় বি-টাইনের ঢল
  • প্রথম সারিতেই বচ্চন পরিবার
  • প্রকাশ্যে এল ভিডিও
  • গান শুনে আবেগে ভাসলেন বিগ বি

১৪ জানুয়ারি প্রয়াত হয়েছিলেন রাজকুমারের মেয়ে ঋতু নন্দা। তাঁর মৃত্যুতেই বি-টাউনে নেমে এসেছিল শোকের ছায়া। কাপুর পরিবারের পাশাপাশি শোক আচ্ছন্ন করেছিল বচ্চন পরিবারকেও। বচ্চন পরিবারের মেয়ে শ্বেতারও বিয়ে হয়েছিল নন্দা পরিবারে। সেইদিনই দুপুরে তাঁকে দাহ করা হয়। এদিন দিনভর বিটাউনের ঢল নামে নন্দা পরিবারে। 

 

Latest Videos

 

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। বেশ কয়েকবছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মৃত্যুর পরই সোশ্যাল মিডিয়ায় টুইট করেছিলেন অমিতাভ বচ্চন। লিখেছিলেন, চলে গেলেন একজন ভালো বন্দু, ভালো বোন, ভালো মা, ভালো শ্বাশুরি। তাঁরই স্মরণসভায় নামল বি টাউনের ঢল। 

 

 

সোমবার ২১ জানুয়ারি ঋতু নন্দার স্মরণ সভার আয়োজন করা হয়। সেখানেই দেখা যায় প্রথম সারিতেই বসে রয়েছেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। পাশাপাশি রয়েছেন অভিষেক বচ্চন, ঋষি কাপুর, রণবীর কাপুর প্রমুখেরা। সামনে সাজিয়ে তোলা হয়েছে ঋতু নন্দার ছবি। সেখানেই গান হয়, জিনা ইহা মরনা ইহা। যা শোনার পরই আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই।

Share this article
click me!

Latest Videos

'আপনার লজ্জা লাগেনা মমতা! ভোটার লিস্টে নাম, জঙ্গিরা দিচ্ছে ভোট' জোর ঠুকলেন Suvendu Adhikari | BJP
'Bangladesh-এ Israel-এর মতো অ্যাকশন করতে হবে!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo
সামান্য ডিম 'চুরি' সন্দেহে এত বড় কাণ্ড ঘটবে কেউ বুঝতে পারেনি! | Shantipur News Today | Bangla News
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral
'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?