বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা! অভিনেত্রী শ্রীপর্ণা রায়-এর ছবি সামনে আসতেই হইচই

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অন্তঃসত্ত্বা! অভিনেত্রী শ্রীপর্ণা রায়-এর ছবি সামনে আসতেই হইচই

২০২৩-এর নভেম্বর মাসেই বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। এক চিকিৎসকের সঙ্গে বিবাহ হয়েছে তাঁর। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই সামনে এল মাতৃত্বের খবর? গাঁটছড়ার রুক্মিণী হিসাবে শেষ দেখা গিয়েছে তাঁকে। এরপর বহুদিন তাঁকে দেখা যায়নি টিভির পর্দায়। বিয়ের পর থেকে স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন শ্রীপর্ণা।

এক বছরের মধ্যেই এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর। গত রবিবার অভিনেতা আদিত্য চৌধুরী ও পূর্বাশার রেজিস্ট্রির আসরে পৌঁছেছিলেন শ্রীপর্ণা। এদিন নীল সালোয়ার কামিজ পরে সকলকে তাক লাগিয়ে দেন শ্রীপর্ণা। কিন্তু এই ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় শ্রীপর্ণার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন।

Latest Videos

এরপর একটি সংবাদ মাধ্যম থেকে যোগাযোগ করা হয় শ্রীপর্ণাকে। এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, " এই সব আবার কবে রটলো। বিশ্বাস করুন, আমি অন্তঃসত্ত্বা নই। আপতত গুছিয়ে সংসার করছি। সবে তো দুজনে জীবন শুরু করলাম। বিয়ে বাড়িতে একটু খাচ্ছিলাম, সেইসব দেখেই লোকে এসব কথা বলছে।"

শ্রীপর্ণা জানিয়েছেন যে আপতত কাজই তাঁর মূল ফোকাস। খুব তাড়াতাড়ি তাঁকে আবার টিভির পর্দায় দেখা যাবে বলে জানিয়েছেন তিনি। সন্তান প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান, " আপাতত দুই থেকে তিন হওয়ার কোনও ভাবনা নেই"। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন একটি মেগায় দেখা যেতে পারে শ্রীপর্ণাকে।

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
বিস্ফোরক অভিযোগ Agnimitra Paul-এর! Mamata-র বিরুদ্ধে RG Kar কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ
'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari