
পরম-পিয়ার পরিবারে খুশির খবর। বাবা হলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মা হলেন পিয়া চক্রবর্তী। তাঁদের পরিবারে এল নতুন সদস্য। শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া। জামাইষষ্ঠীর দিন পরমব্রত ও পিয়ার সংসারে এক দারুণ খবর।
জুনের শুরুতেই নতুন অতিথি আসবে বলে জানিয়েছিলেন পরম ও পিয়া। তবু অনেকেই মনে করেছিলেন বাবা ও সন্তানের জন্মদিন হবে একই দিনে। কারণে ২৭ জুনে পরমব্রতর জন্মদিন। তবে, তা না হলেও একই মাসে জন্মদিন হল বাবা ও ছেলের। সন্তানের আগমনে পরিবারে খুশির খবর। কদিন আগে এক সাক্ষাৎকারে পিয়া চক্রবর্তীকে সন্তানের জন্মের তারিখ প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল বাবা ও সন্তানের একই দিনে জন্ম হবে কি না। তখন তিনি বলেছিলেন, ‘কী জানি, অত দিন হয়তো সন্তান অপেক্ষা নাও করতে পারে’। বাস্তবে হলও তেমনটাই। জুন মাস পড়তেই ভূমিষ্ট হল পিয়া ও পরমের প্রথম সন্তান।
অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে সোনার কেল্লায় যকের ধন। বাড়তি পাওনা জুনিয়র চ্যাটার্জি। সব মিলিয়ে পরমের জীবনে এখন ভালো সময়। চলতি বছরে প্রেম দিবসের পরেই সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছিলেন পরম ও পিয়া। জানিয়েছিলেন শীঘ্রই আসছে নতুন সদস্য।
পুরনো এক সাক্ষাৎকারে পিয়া বলেছিলেন নিজের অভিজ্ঞতার কথা। সে সময় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। বলেছিলেন, ‘শরীরের মধ্যে ছোট একটা প্রাণ বেড়ে উঠছে। প্রতি মুহূর্তে সেটা অনুভব করছি। গতকাল (১৪ ফেব্রুয়ারি) আমাদের ডক্টরের কাছে ডেট ছিল। একসঙ্গে প্রথমবার অনুভব করলাম শরীরের মধ্যে ছোট প্রাণ ধীরে ধীরে বেড়ে উঠছে। এর অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না।…’
সে যাই হোক, জামাইষষ্ঠীর দিন পরমব্রত ও পিয়ার সংসারে এল নতুন সদস্য। শহরের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিলেন পিয়া। সন্তানের আগমনে তাদের পরিবারে আনন্দের বন্যা।