ভেন্টিলেশনে অতি সঙ্কটে ঐন্দ্রিলা, জীবনযুদ্ধের লড়াই-এ চরম ফাইট দিচ্ছেন অভিনেত্রী

Published : Nov 15, 2022, 07:12 PM ISTUpdated : Nov 15, 2022, 07:25 PM IST
Aindrila Sharma

সংক্ষিপ্ত

লড়ছেন ঐন্দ্রিলা শর্মা। ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। মঙ্গলবার সকাল থেকেই ধাপে ধাপে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হয়েছে বলে জানা গিয়েছে। 

সাহসী তিনি। জীবনের কাছে হার না মানাটাই পণ করেছিলেন। পুজোর আগে এশিয়ানেট নিউজ বাংলা-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বলেছিলেন, নতুন উদ্যোমে কাজ শুরু করেছেন। চিকিৎসার পরও একটা পর্ব থাকে সুস্থ হওয়ার জন্য। সেই সব বাধা অতিক্রম করে এখন তিনি কাজে ফিরছেন। সুরিন্দর ফিল্মসের অফিসে বসে দেওয়া সাক্ষাৎকার এখন যেন কানে বাজে। মঙ্গলবার সন্ধ্যায় যে খবর এসেছে তাতে এক্কেবারেই ভালো নেই ঐন্দ্রিলা। সোমবার রাত পর্যন্ত শারীরিক অবস্থার উন্নতি না হলেও অবনতি ছিল না। কিন্তু, মঙ্গলবার সকাল থেকে লাগাতার শারীরিক অবস্থা খারাপ থেকে খারাপতর হয়েছে অভিনেত্রীর। চিকিৎসকরাও বুঝতে পারছেন ঐন্দ্রিলার জীবনের জন্য লড়াইটা। এই লড়াইটা যে তাঁকে দীর্ঘসময় ভেন্টিলেশনের মধ্যে উদ্বুদ্ধ করে যাচ্ছে তা তারা যেন অনুভব করছেন। কিন্তু, একটা সময় হয়তো প্রার্থনাই সবকিছুর শেষ সম্বল হয়ে ওঠে। তাই সকলেই এখন চিকিৎসার থেকেও কোনও এক মিব়্যাকল বা সুপার ন্যাচরাল পাওয়ারের উপরে বিশ্বাস করছেন। যদি কোনওভাবে কিছু একটা ঘটে যায়।

 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার