চুপিসারে বিয়ে করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? ভাইরাল হল বিয়ের ছবি, জেনে নিন সত্যিটা কী?

Published : Jan 06, 2025, 02:43 PM IST
Ankush Hazra

সংক্ষিপ্ত

অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের বিয়ের ছবি ভাইরাল হয়েছে। তবে, এই সাজ বিয়ের দিনের নয়। পোশাক শিল্পীর জন্য এক বিজ্ঞাপনী শ্যুটের জন্য সেজেছেন তারা।

দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। সকলের মনেই প্রশ্ন ছিল তাঁরা কবে বিয়ে করবেন। এই সকল প্রশ্নের মিলল উত্তর। ভাইরাল হল নবদম্পতির ছবি।

ঐন্দ্রিলার পরনে ছিল কমলা ও গোলাপি সুতোর কাজের বেনারসি। সঙ্গে লাল রঙের ব্লাউজ। ওড়নায় জরির বুনোটে লেখা অঙ্কুশ ঐন্দ্রিলা। আর অঙ্কুশ পরেছিলেন সুতোর কাজ করা হালকা গোলাপী রঙের পাঞ্জাবি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, পানপাতায় ঢাকা মুখ ঐন্দ্রিলার। তারপরেই চোখ রেখে বাকি জীবনটাও একসঙ্গে কাটানোর অঙ্গীকার নিচ্ছেন এই জুটি। তবে, এই সাজ বিয়ের দিনের নয়। পোশাক শিল্পীর জন্য এক বিজ্ঞাপনী শ্যুটের জন্য সেজেছেন তারা। এভাবে সকলকে বোকা বানিয়েছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।

শুধু বিয়ে নয়, বউভাতের ছবিতও দেখা গিয়েছে। প্রীতিভোজে কেমন সাজবেন তার ঝলক মিলছে। অভিনেতা অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের দুজনের ছবি ভাইরাল হয়েছে। ঐন্দ্রিয়ার পরনে কালো রুপোলি বেনারসি। ও কালো ব্লাউজ। সঙ্গে রুপোর গয়না।

 

 

এই ভিডিও ভাইরাল হতে সকলেই ভাবেন যে সত্যিই বিয়ে করেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। কিন্তু, বাস্তবটা ছিল ভিন্ন। গত ১৪ বছর একসঙ্গে আছেন তারা। কদিন ধরেই বলছেন সম্পর্কের নতুন মোড় আসবে। বিয়ে করবেন তাঁরা। সে শুনে সকল ভক্তরাও আশা করেছিলেন। কিন্তু, বাস্তবে হল ভিন্ন। আপতত বিজ্ঞাপনের জন্য এমন বর কনে সাজলেন তাঁরা।

এদিকে বর্তমানে একসঙ্গে ছবিও করছেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। ম্যাজিক, মির্জা -র মতো ছবিতে দেখা গিয়েছে তাঁদের। সে যাই হোক, দুজনেই চুটিয়ে কাজ করে চলেছেন। ছোট পর্দা থেকে বড় পর্দায় নাম করেছেন ঐন্দ্রিলা। তেমনই ব্যক্তিগত জীবন নিয়ে তো সব সময়ই খবরে থাকেন। এবার ভাইরাল হল তাদের বিয়ের লুক। বর কনে সেজে ফের সকলকে চমকে দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন ।

 

PREV
click me!

Recommended Stories

টেলিভিশনের মেগা ধারাবাহিক থেকে বড় পর্দার সফল নায়িকা, বছরে কত টাকা উপার্জন করেন মিমি চক্রবর্তী?
ডোনার নাচ দিয়ে ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, দেখে নিন বিশেষ অতিথির তালিকায় কে