খাদান VS সন্তান, বিতর্কের দিক দিয়ে কে কাকে দেবে টেক্কা, ভাইরাল যীশু ও কুণালের মন্তব্য

২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত খাদান এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সন্তান। দুই ছবির মুক্তি ঘিরে জোর তর্জা সোশ্যাল মিডিয়ায়।

সরগরম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। শীঘ্রই মুক্তি পেতে চলেছে দুটি বাংলা ছবি। খাদান মুক্তি পাবে ২০ ডিসেম্বর। অন্যদিকে সন্তান মুক্তি পাবে একই দিনে। এবার মুখোমুখি হবে দেব ও মিঠুন চক্রবর্তী। এর আগে দেব ও মিঠুন চক্রবর্তীকে এক ছবিতে দেখেছেন সকলে। এবার টেক্কা দেবেন একে অপরের সঙ্গে। আর এই নিয়ে জোর তর্জা সোশ্যাল মিডিয়ায়।

একদিকে মন্তব্য করছেন কুণাল ঘোষ। অন্যদিকে, গান বাঁধছেন যিশু। সদ্য সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, রাজনৈতিক মন্তব্য সরিয়ে রেখে পোস্ট- ২০শে ডিসেম্বর মুক্তি পাচ্ছে সন্তান। রাজ চক্রবর্তীর ছবি। বহুদিন পর এসভিএফ -র রিলিজ। আছেন ঋত্বিক, শুভশ্রী, মিঠুন দা। বিষয়বস্তু যদিও যুগে যুগে বাংলা ছবিতে এসেছে, তবু যা শুনলাম সন্তান ছবিটা নতুনত্ব। টানাপোড়েন, নাটকীয়তা দিয়ে সাজিয়েছে রাজ। অভিনেতা অভিনেত্রীরাও জীবনের সন্ধিক্ষণে অনভিপ্রেত অভিজ্ঞতার শেডগুলোকে ফুটিয়ে তুলেছে দর্শরদের হৃদয়স্পর্শী দক্ষতায়। বহুরূপীর পর আবার একটি বাংলা ছবি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে। শুভেচ্ছা রইল। পুনশ্চ: আমি ব্যক্তিগত ভাবে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা মিঠুনদাকে নিয়ে তৃণমূল বিধায়ক রাজের ছবি করার বিরুদ্ধে। কিন্তু, সেরা পরিচালক যখন দক্ষ, অভিজ্ঞ অভিনেতাকে নিয়ে কাজ করেন, তখন সেই সিনেমাকে একজন দর্শক ও বাংলা সিনেমাপ্রেমী হিসেবে উপেক্ষা করার মানসিকতা নেই।

Latest Videos

অন্যদিকে, খাদান ছবি নিয়ে গান বানালেন যিশু। সোমবার খাদানের প্রচারে যিশু সেনগুপ্তের একটি গান গাওয়া ভিডিও ভাইরাল হল। যেখানে যিশুকে গাইতে শোনা গেল, ও সিকন্দরই দোস্তো কেহলাতা হ্যায়/ হর বাজি কো জিতনা হামে আতা হ্যায় / নিকলেঙ্গে হাম ময়দানমে জিসদিন ঝুমকে, ধরতি দোলেগি ইয়ে কদম চুমকে/ ও সিকান্দার হ্যায় দোস্ত কেহলাতা হ্যায়…খাদান জ্যায়সি ফিল্ম বানানা হামে আতা হ্যায়।

 

Share this article
click me!

Latest Videos

'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today
'যারা মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পড়িয়েছে তাদের অবস্থা ভয়াবহ হবে' মন্তব্য সুজনের | Bangladesh
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar