'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?

Published : Jan 23, 2026, 10:38 AM IST
Hiran Chatterjee

সংক্ষিপ্ত

'মিথ্যা বলছে ঋতিকায়' ফের বিস্ফোরক হিরণের প্রথম স্ত্রী! কী বললেন তিনি?

বিজেপি বিধায়ক ও অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় ওরফে হিরণের দ্বিতীয় বিয়ে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি সমাজমাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করে একটি পোস্ট করেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি। যদিও সেই লেখা প্রকাশের ২৪ ঘণ্টা পেরোনোর আগেই মুছে ফেলেন তিনি। কিন্তু ততক্ষণে বিষয়টি ঘিরে চর্চা শুরু হয়ে গিয়েছে। ঋতিকার মন্তব্যের জেরে আনন্দপুর থানায় হিরণ এবং ঋতিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় ও তাঁদের মেয়ে নিয়াসা চট্টোপাধ্যায়।

 বিয়ে সংক্রান্ত বিষয়, মানসিক হেনস্থা এবং নানা অভিযোগ তুলে তাঁরা পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে সূত্রের খবর। ফলে ফের একবার ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে সংবাদ শিরোনামে উঠে এলেন হিরণ। এদিকে আলাদা আরেকটি ঘটনায় বিপাকে পড়েছেন পরিচালক ও সুরকার পলাশ। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি পলাশের সঙ্গে বিয়ে করার কথা ছিল। বিয়ের দিন সকালেই গায়েহলুদ পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই সঙ্গে হাসপাতালে যেতে হয় পলাশকেও। এরপরই পলাশের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ওঠে এবং শেষ পর্যন্ত সেই বিয়ে ভেঙে যায়। 

দীর্ঘ সময় নিজেকে আড়াল করে রাখলেও নতুন কাজের ঘোষণা করতেই ফের বিপত্তি দেখা দেয় পলাশের জীবনে। এবার তাঁর বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ এনেছেন মরাঠী ছবির প্রযোজক বৈভব মানে। অভিযোগ অনুযায়ী, বৈভবের কাছ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়েও তা ফেরত দেননি পলাশ। দু’জনের যৌথ উদ্যোগে ‘নজ়ারিয়া’ নামে একটি ছবি তৈরি হয়, যার চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব ছিল পলাশের উপর। প্রযোজককে তিনি আশ্বাস দিয়েছিলেন, কাজ শেষ হওয়ার পর ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও মুক্তির কোনও উদ্যোগ নেননি পলাশ। বৈভবের দাবি, ডিজিটাল মাধ্যমে কিস্তিতে কিস্তিতে টাকা দেওয়া হয়েছিল পলাশকে। কিন্তু ছবি তৈরি হয়ে যাওয়ার পর টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গে কোনও সাড়া মেলেনি। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও নাকি পলাশ সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। বাধ্য হয়েই সাংলি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন প্রযোজক। আরও অভিযোগ, পলাশ প্রতিশ্রুতি দিয়েছিলেন ছবিটি ওটিটিতে বিক্রি হলে ১২ লক্ষ টাকা ফেরত দেবেন এবং অভিনয়ের সুযোগও দেবেন।

 কিন্তু কোনও কথাই নাকি তিনি রাখেননি। সূত্রের খবর, স্মৃতির বাবার মাধ্যমেই বৈভব মানের সঙ্গে পলাশের পরিচয় হয়েছিল। ওই প্রযোজক স্মৃতির ছোটবেলার বন্ধু বলেও জানা গিয়েছে। শেষ পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (বিশ্বাসভঙ্গ) ও ৪২০ (প্রতারণা) ধারায় পলাশের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ব্যক্তিগত সম্পর্ক থেকে আর্থিক লেনদেন— দুই ক্ষেত্রেই টলিপাড়ার এই বিতর্ক এখন চর্চার কেন্দ্রবিন্দুতে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

"বিবাহ বিচ্ছেদ হয়েছে হিরণের! বয়সের হিসাবও নাকি ভুল দিয়েছেন প্রথম স্ত্রী" মুখ খুুললেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা
প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই দ্বিতীয় বিয়ে হিরণের? আইন কী বলছে জানুন