নিন্দুকের মুখে তুড়ি, আর প্রেমিকের বুকে ছুরি! জয়া এহসানের স্বচ্ছ শাড়ির আঁচলেই আন্দোলিত সোশ্যাল দুনিয়া

Published : Mar 01, 2023, 07:50 PM IST

তাঁর আলগা হাসির দোলাচলে মুগ্ধ হয়ে গেল নেট পাড়া। উষ্ণতা এড়িয়েই সাহসী রূপের মোহে ডুবল নিন্দুকের দল।  

PREV
113

তাঁর একটি বাঁকা হাসিতেই তোলপাড় হয়ে যায় ভারত থেকে বাংলাদেশ।

213

নিন্দুকেরা তাঁর ছবির কট্টর সমালোচনা করার জন্যেই সাগ্রহে হাতে তুলে নেন মূল্যবান সেলফোন।

313

টলি দুনিয়া রাজ করে চলা সেই তন্বীর নাম জয়া এহসান। 

413

সম্প্রতি সেই অভিনেত্রীই ধরা দিলেন স্বচ্ছ শাড়ির আন্দোলিত আঁচলে।

513

একটি বাংলাদেশি পত্রিকার ৩৩ তম জন্মদিনে মোহময়ী রূপে সেজে উঠলেন জয়া।

613

গাঢ় সবুজ রঙের শাড়িতে ঘোর লেগে গেল ভক্তদের চোখে।

713

সংবাদ সংস্থার মূল কর্তাদের সঙ্গে কাটালেন একটি দুর্মূল্য সন্ধ্যা।

813

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করলেন সেসব ছবি।

913

তাঁর হাসিতে জোরালো হয়ে উঠল উদযাপনের আনন্দ।

1013

বহু মানুষের ভিড়ে জয়া এহসান পার্টির সন্ধ্যার মূল আকর্ষণ।

1113

সকলের মধ্যেই তিনি হয়ে উঠলেন নজরকাড়া।

1213

সুন্দরী অভিনেত্রীকে পেয়ে পড়ে গেল সেলফি তোলার ধুম।

1313

তাঁর আলগা দোলাচলে মুগ্ধ নেট পাড়া। উষ্ণতা এড়িয়েই সাহসী রূপের মোহে ডুবল নিন্দুকের দল।

click me!

Recommended Stories