‘বিজয়নগরের হীরে’-র খোঁজে কাকাবাবু, প্রকাশ্যে এল প্রসেনজিৎ-র নতুন ছবির টিজার

Published : Dec 26, 2025, 11:08 AM IST
vijaynagarer hirey

সংক্ষিপ্ত

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবারও ফিরছেন কাকাবাবু রূপে। তাঁর নতুন ছবি ‘বিজয়নগরের হীরে’-র টিজার সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যা এক নতুন রোমাঞ্চকর অভিযানের ইঙ্গিত দিচ্ছে। চন্দ্রাশীষ রায় পরিচালিত এবং এসভিএফ প্রযোজিত এই ছবিটি ২০২৬ সালের ২৩ জানুয়ারি মুক্তি পাবে।

সাহসকে সঙ্গী করে নতুন অভিযান বেরিয়ে পড়লেন ‘রাজা রায়চৌধুরী’। এবার তিনি হিরের সন্ধানের বেরিয়ে পড়লেন কাকাবাবু। বড়দিনের প্রকাশ্যে এল এমনই খবর। এবার ‘বিজয়নগরের হীরে’-র সন্ধানে নামলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রকাশ্যে এল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন ছবি ‘বিজয়নগরের হীরে’-র টিজার।

২০২৬ সালের ২৩ জানুয়ারি সিনেপর্দা আসছে ‘বিজয়নগরের হীরে’। সিনেপর্দায় নতুন অভিযান নিয়ে প্রত্যাবর্তন করতে চলেছেন কাকাবাবু। এসভিএফ ও এন আইডিয়াজ ক্রিয়েশন অ্যান্ড প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে এই ছবি। সঙ্গীতের দায়িত্ব সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ছবিতে কাকাবাবুর সঙ্গে সন্তু ছাড়াও দেখা যাবে জোজো, রিঙ্কু এবং রঞ্জনা। ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় প্রথম মুক্তি পায় মিশর রহস্য। তারপর ২০১৭ সালে মুক্তি পায় ইয়েতি অভিযান। তার তিন বছর ফের ফেরেন কাকাবাবু। শেষবার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’। কাকাবাবুর প্রত্যাবর্তন-র পর এবার আসছে ‘বিজয়নগরের হীরে’। ছবির পরিচালনা করেছেন চন্দ্রাশীষ রায়। সদ্য প্রকাশ পেল টিজার। কয়েক সেকেন্ডের টিজার জুড়ে রয়েছে টান টান উত্তেজনা। আর এই টিজার জানান দিচ্ছে বিরাট চমক আসছে ছবিতে।

এদিকে সদ্য খবরে এসেছিলেন প্রসেনজিৎ। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। গায়ক-গায়িকা থেকে অভিনেতা-অভিনেত্রী সকলেই এমন অনুষ্ঠানে যোগ দেন। সদ্য এমন মাচা শো-তে যান প্রসেনজিৎ। সেখানে থেকে ভাইরাল হল একটি ভিডিও। ভাইরাল হতেই কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সেখানে নাচতে দেখা গিয়েছে প্রসেনজিৎ-কে। আর এই ভিডিও ভাইরাল হতেই নেট জনতা নানান কমেন্ট করেছেন। এক ব্যক্তি লেখেন, ৯০ দশ জুড়ে জ্বালিয়ে মেরেছে। ক্যাবলা, আনস্মার্ট, জামাপ্যান্ট ঠিক করে পড়তে জানত না। জঘন্য অভিনয় আর নিম্নমানের সিনেমা করে করে ইন্ডাস্ট্রির বেহাল দশা করে দিয়েছে। একজন লেখেন, এদেরকে ডাকে কে? রাজ চক্রবর্তীর নামের এক ব্যক্তি লিখেছেন, গ্রামে গ্রামে মাচা করেই তো এদের গাড়ি ফ্ল্যাট হয়। রাজকুমার রাজবংশী নামের একজন লেখেন, জানি জানি বাংলার সিনেমার খারাপ অবস্থা তাই বলে এইভাবে রোজগার করতে হবে?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

প্রসেনজিৎকে নাচতে দেখে হেসে খুন নেটজনতা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেতার ভিডিও
বেটিং অ্যাপ কাণ্ডে বড় ধাক্কা, ৭.৯৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি, বিপাকে টলিউডের দুই তারকা