‘শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল’, সোহিনীর সঙ্গে ভালোবাসার ছবি পোস্ট করলেন শোভন

ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। এমন ভঙ্গিতে তিনটি ছবি পোস্ট করেন শোভন। আর লেখেন, ‘শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।’

বেশ কিছুদিন ধরে চলছে শোভন গঙ্গোপাধ্যায়ের ও সোহিনী সরকারের প্রেমের গুঞ্জন। এবার সেই বিতর্কিত প্রেমিকার সঙ্গে এক বিশেষ ছবি পোস্ট করলেন শোভন। প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, নীল রঙের শার্ট পরে শোভন। আর সোহিনীর পরনে হলুদ টপ ও নীলচে রঙের লোয়ার। একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন। এমন ভঙ্গিতে তিনটি ছবি পোস্ট করেন শোভন। আর লেখেন, ‘শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।’

আর ছবি পোস্ট করা মাত্রই কেল্লা ফতে। মুহূর্তে তা হল ভাইরাল। সকলের মনেই প্রশ্ন ছিল শোভন গঙ্গোপাধ্যায়ের ও সোহিনী সরকারের প্রেম নিয়ে। এই প্রেমের সন্দেহ আরও উষ্কে দিল এই ছবি। তবে, ছবি ভাইরাল হওয়ার পরই তা ডিলিট করে দিয়েছে শোভন। তবে, তার আগেই তা মন কেড়েছে সকলের।

Latest Videos

এদিকে কয়েক মাস আগেই শোভনের বিচ্ছেদের খবর এসেছিল প্রকাশ্যে। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্ক ছিল শোভনের। সোহিনীর প্রেম ছিল অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। বর্তমানে ভেঙেছে দুজনেরই প্রেম। এদিকে শেষ কিছুদিন ধরে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে শোভন গঙ্গোপাধ্যায়ের ও সোহিনী সরকারের।

গত মাসে ছিল সোহিনীর জন্মদিন। এই দিনে বন্ধুদের সঙ্গে একেবারে অন্যরকম ভাবে কাটান সোহিনী। শহর থেকে খানিক দূরে গিয়েছিল নায়িকা। সঙ্গে ছিলেন বন্ধুরা। গিয়েছিলেন, অঙ্কিতা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে। ছিলেন শোভনও। সে সময় বেশ কিছু ছবি পোস্ট করেন সোহিনী। সেখানে একটি ছবিতে দেখা যায়, বন্ধুদের সঙ্গে মাটিতে বসে সোহিনী। তাদের পিছনে দেখা যাচ্ছে একটি দরজা। সেখান দিয়ে উঁকি দিচ্ছে শোভন। আর সোহিনী বন্ধুদের মাঝে বসে বিশেষ ভাবে হাত তুলেছেন। এই ছবি ঘিরেও সে সময় তৈরি হয়েছিল প্রশ্ন।

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে। 

 

আরও পড়ুন

দজ্জাল শাশুড়ির অবতার ছেড়ে বিকিনিতে নন্দিনী, ছবি শেয়ার করতেই হতবাক নেটজনতা

‘কোন দল কতটা দুর্নীতিগ্রস্ত তা মানুষ জানে’, জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারি নিয়ে মন্তব্য চিরঞ্জিতের

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari