সমস্ত জল্পনার অবসান! চার হাত এক করলেন সোহিনী-শোভন, কেমন ছিল বিবাহের বিশেষ মুহূর্ত? দেখে নিন এক ঝলকে

সমস্ত জল্পনার অবসান! চার হাত এক করলেন সোহিনী-শোভন, কেমন ছিল বিবাহের বিশেষ মুহূর্ত? দেখে নিন এক ঝলকে

Anulekha Kar | Published : Jul 16, 2024 10:13 AM / Updated: Jul 16 2024, 11:51 AM IST
18
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

সমস্ত জল্পনার অবসান। শেষমেশ চার হাত এক করেই ফেললেন সোহিনী সরকার-শোভন গঙ্গোপাধ্যায়। গত এক বছর ধরে তাঁদের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে ছিল নেট দুনিয়ায়। এবার সব কানাঘুঁষোকে সত্যি করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন টলিপাড়ার এই যুগল। 

28
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

এক বছর আগে এই রকমই এক বর্ষার দিনেই সম্পর্ক শুরু হয় তাঁদের। বছর ঘুরতে না ঘুরতেই বৃষ্টির মরশুমকে সাক্ষী রেখে সাত পাক ঘুরলেন এই নতুন জুটি। 

38
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

বিয়ে সম্পন্ন হল দক্ষিণ ২৪ পরগনার এক রাজবাড়িতে। গত ১৪ জুলাই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবদের নিয়ে সেখানে পোঁছে যান তাঁরা। ১৬ জুলাই সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। 

48
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

বিয়ের পরে সেই ছবি নিজের প্রোফাইলে পোস্টও করেন অভিনেত্রী। ছবিটি শেয়ার করে সোহিনী লেখেন “দেখা হওয়ার এক বছরে একই সাথে একই ঘরে।” মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল করে দেন অনুরাগীরা।  

58
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

বিয়ের দিন সাবেকি সাজেই সেজেছিলেন সোহিনী। মেরুণ রঙের বেনারসি আর সাবেকি গয়নায় সেজে ছিলেন অভিনেত্রী।  অন্যদিকে শোভনের পরণে ছিল সিল্কের পাঞ্জাবি আর ধুতি।

68
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

বেশ কিছুদিন ধরেই তাঁদের বিয়ের দিনক্ষণ ঘুরপাক খাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। তবে পাকাপাকি ভাবে বিয়ের দিনের ঘোষণা করেননি দু'জনের কেউই। 

78
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

বিয়ে শেষ হতেই নেট মাধ্যমে ছড়িয়ে পড়ল একাধিক মুহূর্তের ঝলক। সোহিনীর করা পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা।

88
সাত পাঁকে বাঁধা পড়লেন সোহিনী-শোভন

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অবশ্য সোহিনীর বিয়ে নিয়ে মুখ খুলে ফেলেছিলেন অনির্বাণ ভট্টাচার্য। বলেছিলেন, “ ‘অথৈ’ হিট করলে হয়তো বিয়ে করতে পারে সোহিনী” অনির্বাণের এই মন্তব্য়ে অবশ্য আলগা হাসি দিয়েই সায় দিয়েছিলেন অভিনেত্রী। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos