আগের মতোই ফের এক ফ্রেমে মিমি-শুভশ্রী! নুসরতের ‘বোনুয়া’র ‘শুভ’ প্রত্যাবর্তন?

Published : Nov 08, 2022, 05:58 PM ISTUpdated : Nov 08, 2022, 08:37 PM IST
Mimi_Subhashree

সংক্ষিপ্ত

 পুরনো বন্ধুত্ব ফ্রেমবন্দি হতেই পুরনো প্রশ্ন ফের মাথাচাড়া দিয়েছে। সবার সব হয়ে যাচ্ছে। এ বার সাংসদ-তারকার পালা। কবে সাতপাকে বাঁধা পড়বেন মিমি?

শেষ কবে এক ফ্রেমে বন্দি হয়েছিলেন মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়? অনুরাগীরা ভুলে গিয়েছেন। দুই নায়িকারই কি আর মনে আছে! পুরনো বন্ধুত্বের উষ্ণতা জাগাতে ক’টা বসন্ত পেরিয়ে গেল? ক্যালেন্ডারের পাতা বলছে, ১৭ মে ২০১৮-য় শুভশ্রী রাজের ‘পরিণীতা’। তার আগে থেকেই কথা, মুখ দেখাদেখি সব বন্ধ। অর্থাৎ, অঙ্ক বলছে, চার বছর পরে এক হেমন্তের সন্ধেয় দুই বন্ধু আবার আগের মতোই কাছাকাছি, পাশাপাশি। অনুঘটক জগদ্ধাত্রী পুজো আর ইউভান!

এক দম ঠিক পড়ছেন, সম্ভবত পরিচালক অরিন্দম শীলের বাড়ির জগদ্ধাত্রীর পুজোয় মিমি-শুভশ্রী আবার এক সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছে। শুভশ্রী পেস্তা সবুজ সিফনে সুন্দরী। মিমি নিজেকে সাজিয়েছেন ঘিয়ে টিস্যু শাড়িতে। শুভশ্রীর কোলে ইউভান। সব মিলিয়ে জমজমাট ফটো। মা-মাসির মধ্যিখানে থাকলেও একরত্তি তাল মিলিয়ে বেশ ভালই পোজ দিয়েছে! পরের দিন শুভশ্রীর জন্মদিন। ওই দিন অনেকটা পুরনো ঢঙেই বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা বার্তাও জানিয়েছেন মিমি। জগদ্ধাত্রী পুজোর এই ছবি দিন দুই ধরেই ভাইরাল। দেখেশুনে টলিপাড়ার প্রশ্ন, নুসরত জাহানের ‘বোনুয়া’র কি তা হলে আবারও ‘শুভ’-প্রত্যাবর্তন?

 

 

 

 

জবাব যদিও মেলেনি। তবে দুই নায়িকার অনুরাগীরাই খুব খুশি। টলিউড জানে, আগে মিমি আর শুভশ্রীর নাম এক সঙ্গে উচ্চারিত হত। শুভশ্রীর আগে পরিচালক রাজ চক্রবর্তীর জমাটি প্রেম ছিল মিমির সঙ্গে। শুভশ্রী তখন অভিনেতা দেব অধিকারীর দেবী! দু’জোড়া মিঞা-বিবি যে কোনও সময় বিয়ের পিঁড়িতে বসবেন— এ রকম গুঞ্জন যখন চতুর্দিকে তখনই সব উল্টে গেল। দেব-শুভশ্রীর বিচ্ছেদ। তার পরেই নায়িকার হাত ধরে নিলেন রাজ। মিমি কিছু বুঝতেই পারলেন না! মিমি নিজেকে বিচ্ছিন্ন করে নিয়েছেন সবার থেকে। সব কিছু থেকে। শুভশ্রীর আত্মহত্যা চেষ্টা। সব মিলিয়ে টলিউডে ধুন্ধুমার। ক্রমে গঙ্গাপাড়ের গুঞ্জনে ভাটা। ইউভান হওয়ার পরে মিমি প্রথম শুভেচ্ছা জানান ‘বন্ধু’ শুভকে। তত দিনে অনেকটাই নিজেকে সামলে নিয়েছেন তিনি। তখন তাঁর পাশে নুসরত জাহান। মিমি-নুসরত তখন হরিহর আত্মা। সর্বত্র এক সঙ্গে। একে অন্যকে ‘বোনুয়া’ সম্বোধন করেন।

ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ। নুসরতের যশ দাশগুপ্তের হাত ধরা। পরপর ঘটতেই দুই সাংসদের ব্যবধান নজরে পড়েছে সবার। যদিও নুসরত মা হওয়ার পরে মিমি তাঁকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি। তবে বন্ধুত্বর সেই নজরকাড়া জৌলুস আর কারওর চোখে পড়েনি। ২০২১-এর দুর্গাপুজোয় তিন নায়িকা রাজ চক্রবর্তীর পুজোর মিউজিক ভিডিয়োতেও অংশ নিয়েছিলেন। পুরনো বন্ধুত্ব ফ্রেমবন্দি হতেই পুরনো প্রশ্ন ফের মাথাচাড়া দিয়েছে। সবার সব হয়ে যাচ্ছে। এ বার সাংসদ-তারকার পালা। কবে সাতপাকে বাঁধা পড়বেন মিমি?

 

PREV
click me!

Recommended Stories

দর্শক কমছে, আয়েও টান, হঠাৎই বন্ধ হয়ে যাচ্ছে ৫০-এর বেশি টিভি চ্যানেল
শাস্ত্রীয় নৃত্য থেকে ফিউশন পরিবেশনা- এক চমকপ্রদ সন্ধ্যা উপহার দিল ৩০-র জলসা