মাথা ভর্তি সিঁদুর, পরনে নেই ব্লাউজ, গোলাপি শাড়িতে বঙ্গনারী স্বস্তিকা বললেন 'বিয়ের সানাই বাজছে'

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নববধূর রূপে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যা দেখা মাত্রই চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। পরনে নেই ব্লাউজ, গোলাপি রঙের শাড়িতে বঙ্গনারীর বেশে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা।

একে বিয়ের মরশুম, তার উপর জল্পনা বাড়িয়ে দিলেন টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়। টলি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। তার একটা ছবি পোস্ট যেভাবে ভক্তদের রাতের ঘুম কেড়ে নেয় তা সকলেরই জানা। এবার নববধূর লুকে ভিডিও পোস্ট করে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিলেন স্বস্তিকা। বরাবরই সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালাতে সিদ্ধহস্ত স্বস্তিকা মুখোপাধ্যায়।

বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নববধূর রূপে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যা দেখা মাত্রই চোখ সরাতে পারছেন না অনুরাগীরা। পরনে নেই ব্লাউজ, মাথা ভর্তি সিঁদুর, কপালে বড় টিপ, হাতে শাখা-পলা, পায়ে আলতা, গলায় ভারী নেকলেস, গোলাপি রঙের শাড়িতে বঙ্গনারীর বেশে নিজেকে মেলে ধরলেন স্বস্তিকা। ছবি দেখে কে বলবে ৪০-এর গন্ডি পার করেছেন এই টলি সুন্দরী। হু হু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Latest Videos

 

 

ভিডিওতে দেখা যাচ্ছে, কপালে নিজের হাতেই চন্দন পরে নিচ্ছেন স্বস্তিকা। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে এরি সখি রে মোহে পিয়া ঘর আয়ে। যার ক্যাপশনে লেখা-বিয়ের সানাই বাজছে। স্বস্তিকার এই রূপের ছটায় কুপোকাত হয়েছে ভক্তরা। ব্লাউজহীন অবতারে নায়িকাকে দেখে চোখ সরছে না ভক্তদের। কমেন্টে ভরিয়ে দিচ্ছেন স্বস্তিকার পুরুষ ভক্তরা। একজন লিখেছেন-রিহানার পর স্বস্তিকাকে দেখেই সাক্ষাৎ দেবী মনে হয়। তার জবাবে স্বস্তিকা বলেছেন- অসংখ্য ধন্যবাদ। আবার অন্য একজন নেটিজেন বলেছেন, তোমার এই কনফিডেন্সটাই সবচেয়ে ভাল লাগে।

 

 

স্বস্তিকার নতুন ভিডিও থেকে চোখ সরাতে পারছেন না ভক্তরা। লাইক ও কমেন্টের সংখ্যা ও হু হু করে বেড়ে চলেছে। লাভ থেকে আগুনের ইমোজিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। ছক ভাঙতে কতটা সিদ্ধহস্ত স্বস্তিকা, তা সকলেরই জানা, ফের তা হাতে কলমে প্রমাণ করে দিলেন টলিপাড়ার শ্রীমতী। সাহসী ছবি পোস্ট করে সৌন্দর্যের নয়া স্টেটমেন্ট দিলেন স্বস্তিকা। বরাবরই সাহসী অভিনেত্রীর তকমা রয়েছে তার,তবে এবার যেন অন্যরকম হট অবতারে নিজেকে মেলে ধরেছেন স্বস্তিকা। ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বস্তিকার এই লাস্যময়ী রূপ। প্রতিবাদের ঝড় সবসময়েই উঠেছে তার গলায়। কোনও কিছু মুখ বুঝে সহ্য করা তার সহজাত নয়। অন্যায়ের বিরুদ্ধে সবসময়েই গলা চড়িয়ে গর্জে ওঠেন স্বস্তিকা মুখোপাধ্যায়। বড়পর্দা থেকে ছোটপর্দা সব জায়গাতেই তিনি যেন দাঁপিয়ে বেড়াচ্ছেন। বয়স যত বাড়ছে ততই শরীরী সৌন্দর্য ঠিঁকরে বেরোচ্ছে স্বস্তিকার। লো-নেক পোশাক, বক্ষ বিভাজিকা এসব যেন জলভাত। তার কাছে ভারী চেহারা সংজ্ঞাটাই যেন আলাদা। ৪০-এর স্বস্তিকাকে দেখে চোখ ফেরাতে পারছেন না নেটিজেনরা। সুপারবোল্ড অবতারে ছবি শেয়ার করা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ সকলেই। টলিউডের একটু অন্য ঘরনার অভিনেত্রীদের মধ্যে রয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। থলথলে চর্বি, সারা শরীরে জমেছে মেদ, এহেন চেহারা যেন টলি নায়িকাদের সঙ্গে যেন বেমানান। কিন্তু টলিপাড়ার একটু অন্য ঘরনার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় যেন এগুলোকেই বড্ড বেশি আঁকড়ে ধরেছেন। টলিউড থেকে বলিউড, সিনেমা তো রয়েইছে, পাশাপাশি ওয়েবসিরিজে চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা।

 

Share this article
click me!

Latest Videos

Nandigram News: সোনাচূড়ায় শহিদ বেদীতে মাল্যদান, নন্দীগ্রামের স্মৃতিতে ফিরে গেলেন Suvendu Adhikari
'রাজ্য টাকা দিয়ে স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে', হিরণের অভিযোগে সিলমোহর বিধানসভার স্পিকারের
‘Hindu-দের আস্থায় আঘাত করলে উপড়ে ফেলব!’ Bhabanipur-এ Mamata banerjee-কে তোপ দাগলেন Suvendu Adhikari
Nadia News: দোলের দিন এইরকম হল! তিন যাত্রীঠাসা টোটোকে ছিটকে দিল এক স্করপিও, আতঙ্ক গোটা এলাকায়
Yogi Adityanath : হোলির দিনে বিরোধীদের আক্রমণ যোগীর, দেখুন কী বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী