পোশাকের উপর স্পষ্ট ব্রা-এর কাপ, উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় উষ্ণতার পারদ চড়ালেন তনুশ্রী

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে বোল্ডনেসের ডবল ডোজ বাড়িয়েছেন তনুশ্রী। সাগরপাড়ে বোল্ড অ্যাটায়ারে ছবি পোস্ট করতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়।

বয়স প্রায় ৪০-এর কোটায়। এখনই বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন বছর ৩৮ এর তনুশ্রী। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একের পর এক কাজ । আর নিজের কাজ নিয়েই বেজায় ব্যস্ত রয়েছেন টলি নায়িকা তনুশ্রী। এবার টলিউড গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন টলি কন্যা তনুশ্রী চক্রবর্তী। ইতিমধ্যেই শুটিংও সেরে ফেলেছেন অনেকটাই। সানি দেওলের নায়িকা হিসেবে দেখা যাবে তনুশ্রী। অভিনেত্রীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে বোল্ডনেসের ডবল ডোজ বাড়িয়েছেন তনুশ্রী। সাগরপাড়ে বোল্ড অ্যাটায়ারে ছবি পোস্ট করতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়। চারিদিকে অনন্ত জলরাশির মাঝখানে বসে রয়েছেন তনুশ্রী। সাদা রঙের পোশাকে বেরিয়ে রয়েছে ব্রা-এর কাপ। বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ভক্তদের পাগল করে দিয়েছেন তনুশ্রী। হট অ্যান্ড বোল্ড ছবি দেখে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের। শীতের পারদ চড়তেই উষ্ণতার পারদ চড়িয়েছেন তনুশ্রী।

Latest Videos

 

 

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী তনুশ্রী। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। রাখঢাক, লুকোছাপা এসব এখন অতীত। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী রাজকুমার গুপ্তার সঙ্গে প্রেম করছিলেন তনুশ্রী। তবে সূত্র বলছে সেই প্রেমে ভাঙন ধরেছে। কারণ এই মুহূর্তে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন না নায়িকা। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত এখনই নিতে চাইছেন না। বিয়েতে আগ্রহ প্রকাশ না করাতেই নাকি ব্যবসায়ী প্রেমিক রাজকুমারের সঙ্গে প্রেম ভেঙেছে তনুশ্রীর। গুঞ্জনে শোনা যাচ্ছে কেরিয়ারের জন্যই নাকি রাজকুমারের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তনুশ্রী। তবে এত বেশি চর্চা হচ্ছে যে শেষমেষ নিজেই মুখ খুলেছিলেন নায়িকা। ব্রেক আপের চর্চার মধ্যে তনুশ্রী প্রথমসারির সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, সময় যখন আসবে তখন তিনি ঠিকই জানাবেন। প্রত্যেকের জন্যই কেউ না কেউই নির্দিষ্ট থাকে। ঠিক সময়ে তিনি প্রকাশ্যে আসবেন। আপাতত পুরোটাই সময়ের হাতে ছেড়ে দিয়েছি। এই বিষয় নিয়ে আর কিছু বলতে চান না অভিনেত্রী। আপাতত ব্যক্তিগত জীবনে একটু থামার কথাই ভাবছেন নায়িকা। কোনওদিনই রাজকুমারের সঙ্গে নিজের প্রেমের কথা স্বীকার করেননি। তবে প্রেমিক কিংবা প্রেমের কথা স্বীকার না করে টলিপাড়ায় তনুশ্রী ও রাজকুমারের প্রেম ছিল ওপেন সিক্রেট। এক বিজ্ঞাপনী প্রচারের কাজে গিয়েই রাজকুমারের সঙ্গে আলাপ হয়েছিল তনুশ্রীর। সেখান থেকেই বন্ধুত্ব ও প্রেম । তবে সেই প্রেম আর টিকল না। আপাতত তনুশ্রীর ব্রেক আপের খবরে উত্তাল টলিপাড়া। প্রেম ভাঙলে তার প্রভাব পড়েনি তনুশ্রীর। তিনটে ছবি 'আবার বছর ২০ পরে', 'কাঞ্চনজঙ্ঘা', 'সামসারা'- নিয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। সদ্যই আমেরিকা থেকে ফিরেছেন তনুশ্রী। প্রবাসে গিয়ে সম্মানিত হয়ে আপ্লুত নায়িকা। বিদেশে তনুশ্রীকে দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন প্রবাসীরা।

Share this article
click me!

Latest Videos

ভাঙড়ে তুলকালাম! কোনক্রমে পালিয়ে বেঁচে এলাকা ছাড়লেন আরাবুল | Bhangar News Today | Arabul Islam News
'এই অর্ন্তদ্বন্দ্বের ফলে তৃণমূল কদিন পরই শেষ হবে' বিস্ফোরক মন্তব্য অধীর Adhir Ranjan Chowdhury-র
কৃষ্ণনগর আদালতের উকিলকে লক্ষ্য করে গুলি, কিন্তু কেন ঘটল এই ঘটনা? দেখুন কী বলছেন ওই আইনজীবী
Bangladesh-এ শান্তি ও Chinmay Krishna-র মুক্তির কামনায় অখণ্ড গীতা মহাযজ্ঞ! শান্তির বার্তা মানুষের
'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে BJP' চরম বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari