৪৫-এও অনবদ্য বলিউড ডিভা রবিনা, একসপ্তাহ ধরে চলছে জন্মদিন পালন

Published : Oct 26, 2019, 02:18 PM IST
৪৫-এও অনবদ্য বলিউড ডিভা রবিনা, একসপ্তাহ ধরে চলছে জন্মদিন পালন

সংক্ষিপ্ত

রবিনার জন্মদিন পালন শুরু একসপ্তাহ আগেই শনিবার ৪৫-এ পা দিলেন রবিনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কেক কাটার ভিডিও শনিবার শুভেচ্ছাবার্তায় ভরে উঠল সোশ্যাল মিডিয়ার পাতা

শনিবার ৪৫-এ পা দিলেন রবিনা টন্ডন। এক সময় পর্দায় লাগাতার উষ্ণতা ছড়িয়ে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন নব্বইয়ের দশকের এই অভিনেত্রী। একের পর এক হিট ঠবি উপহার দিয়েছিলেন দর্শকদের। কেবল অভিনয়ে নয়, সমান তালে নাচে নজর কেড়েছিলেন সকলের। 

আজও কোথাও গিয়ে অমলিন টিপ টিপ বর্ষা পানি গানের সঙ্গে রবিনার নাচ। কেবল অক্ষয় কুমারই নয়, গোবিন্দার সঙ্গেও সমান তালে নেচে ফ্লোর কাঁপিয়েছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে তাঁর অভিনয়ের ধাঁচ, বদলেছে পর্দায় উপস্থিতির স্টাইল। তবুও আজও তিনি বলিউডের অন্যতম নায়িকাদের মধ্যে অন্যতম। বেশ কিছুদিন হল বড় পর্দা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। 

 

 

ভক্তদের মধ্যে রবিনার ছবি নিয়ে খানিক আক্ষেপ থাকলেও বিভিন্নরিয়ালিটি শো-এর মাধ্যমে সকলের সামনে নিজেকে তুলে ধরেন তিনি। সমানভাবে সোশ্যাল মিডিয়াতেও সক্রিয় রবিনা। সেখানেই ছবি শেয়ার করেছিলেন তিনি। জন্মদিনের এক সপ্তাহ আগেই কেক কেটে শুরু করেছিলেন সেলিব্রেশন। আর শনিবার জন্মদিন উপলক্ষ্যে ভরে উঠল তাঁর সোশ্যাল মিডিয়ার পাতা। 

PREV
click me!

Recommended Stories

রাত তিনটে পর্যন্ত পার্টি, শাহরুখ পুত্র আরিয়ানের সঙ্গে ছবি পোস্ট করলেন তৃণা, কী কথা হল?
দীর্ঘ অসুস্থতায় শয্যাশীয়া, না ফেরার দেশে প্রবীণ অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়, শোক প্রকাশ একাধিক তারকার