আমিশা একা নন, এই ১০ বলিউড নায়িকা সম্পর্কে জড়িয়েছিলেন বয়সে ছোট ছেলের সঙ্গে, দেখে নিন কে কে

Published : Nov 15, 2024, 03:00 PM IST

ক্যাটরিনা কইফ থেকে বিপাশা বসু, বলিউডের অনেক তারকাই বয়সে বড় পুরুষকে বিয়ে করেছেন। কেউ ৫ বছর, কেউ আবার ১০ বছরের বড়। সইফ আলি খান থেকে শুরু করে নিক জোনাস, সকলেই ছোট স্ত্রীকে বিয়ে করেছেন।

PREV
110

ক্যাটরিনা কইফ

২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ে করেন ক্যাটরিনা কইফ। ৯ ডিসেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। দীর্ঘদিন ডেট করেছিল ক্যাটরিনা কইফ ও ভিকি। ভিকির থেকে প্রায় ৫ বছরের বড় ক্যাটরিনা।

210

অমৃতা সিং

সইফ আলি খান বয়সে ১২ বছরের বড় অমৃতা সিং-কে বিয়ে করেছিলেন। তাঁদের দুই সন্তান আছে। ২০০৪ সালে বিয়ে করেছিলেন অমৃতা সিং ও সইফ আলি খান।

310

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কার থেকে নিক প্রায় ১০ বছরের ছোট। এই নিয়ে নানান কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। তবে, এই সব উপেক্ষা করে দুজনে শান্তিতে সংসার করছেন। সঙ্গে জমিয়ে কাজও করে চলেছেন।

410

উর্মিলা মাতোন্ডকর

কাশ্মিরের বাসীন্দা মোহিসন আখতার মির-কে বিয়ে করেছিলেন উর্মিলা মাতোন্ডকর। মুম্বইয়ে ব্যক্তিগত সেরিমনি করে বিয়ে করেন তাঁরা। তাদের মধ্যে ১০ বছরের ফারাক আছে।

510

ঐশ্বর্য রাই বচ্চন

বর্তমানে বলিউডের সেরা গসিপ হল ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদ। এখনও কেউ মুখ খোলেননি এই নিয়ে। ঐশ্বর্য রাই বচ্চন ২ বছরের বড় অভিষেকের থেকে।

610

সোহা আলি খান

কুনাল খেমুকে বিয়ে করেন সোহা আলি খান। তাদের একটি মেয়েও আছে। জানেন কি কুনালের থেকে বয়সে বড় সোহা। দুজনের মধ্যে ৫ বছরের গ্যাপ আছে।

710

নেহা ধুপিয়া

২০১৮ সালে ১০ মে অঙ্গদ বেদীর সঙ্গে বিয়ে করেন নেহা ধুপিয়া। বয়সে অঙ্গদের থেকে বড় নেহা। ২ বছরের বড় নেহা ধুপিয়া।

810

অর্চনা পূরণ সিং

অর্চনা পূরণ সিং ও পরমীত শেট্টিকে বিয়ে করেন। ৭ বছরের বয়সের ফারাক আছে দুজনের। বরের থেকে বয়সে ৭ বছরের বড় সে।

910

আমিশা প্যাটেল

সদ্য খবরে আমিশার প্রেম। তিনি ১৯ বছরের ছোট একটি ছেলের সঙ্গে ডেট করছেন। দুবাইয়ে ঘুরতে গিয়েছেন তাঁরা। নির্বাণ বিড়লার সঙ্গে ছবি পোস্ট করেছেন নায়িকা।

1010

বিপাশা বসু

করণ সিং গ্রোভারের সঙ্গে ২০০৬ সালে বাঁধা পড়েন বিপাশা বসু। ৩০ এপ্রিল বিয়ে করেন তাঁরা। ৩ বছরের বয়সে বড় বিপাশা।

click me!

Recommended Stories