শনিবার থেকেই বিয়ের সানাই বেজেছিল। তবে গোপনীয়তা বজায় রেখেছিলেন সুনীল শেট্টি। বিয়েতে নো ফোন পলিসি নেওয়া হয়েছিল। আর সুনীল জানিয়েছিলেন বিয়ের পরে আথিয়া ও কেএল রাহুলকে নিয়ে আসবেন। তাঁরা ক্যামেরার সামনে পোজ দেবে। তাঁরই কথা রেখে ক্যামেরার সামনে বিয়ের পর উপস্থিত হন নবদম্পতি।