কোটি কোটি টাকা আয় করে কেন এই কাজ করেন সলমন, ফাঁস হতেই শোরগোল বলিপাড়ায়

Published : Dec 24, 2022, 04:19 PM IST
salman khan niece alizeh agnihotri to make bollywood debut with national winner director KPJ

সংক্ষিপ্ত

সমীক্ষায় দেখা গেছে, প্রতি মাসে ১৬ কোটি টাকা করে আয় করেন সলমন খান। কোটি কোটি টাকা উপার্জন করেও এক কামড়ার ফ্ল্যাটে থাকেন সলমন খান। যা প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ার জোর শোরগোল পড়ে গিয়েছে।

 

বলিউডের ব্যাচেলর-এর তকমা আজও মোছেনি সলমন খানের থেকে। বহু নায়িকার সঙ্গে গুঞ্জন শোনা গেলেও ৫০ পেরিয়েও তিনি বলিউডের মোস্ট পপুলার 'চিরকুমার'। একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই যেন শীর্ষে রয়েছেন সলমন খান । বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন তাবড় তাবড় অভিনেত্রীরাও। তবে এখনও কারোর গলায় মালা পরাননি বলিউডের সল্লু। সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে, প্রতি মাসে ১৬ কোটি টাকা করে আয় করেন সলমন খান। কোটি কোটি টাকা উপার্জন করেও এক কামড়ার ফ্ল্যাটে থাকেন সলমন খান। যা প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ার জোর শোরগোল পড়ে গিয়েছে।

একাধিক সম্পর্ক থেকে বিচ্ছেদ সবেতেই তিনি শীর্ষে রয়েছেন সলমন খান। বি-টাউনের মোস্ট পপুলার লাভারবয়ের প্রেমে হাবুডুবু খেয়েছেন বলি অভিনেত্রীদের অনেকেই। যদিও বিয়ে করে সংসারের করার প্রবল ইচ্ছা ছিল সল্লুর,কিন্তু তা আর হয়ে ওঠেনি। কোনও প্রেমই টেকেনি সলমনের। সলমনও থেমে থাকেনি। একের পর এক অভিনেত্রীর সঙ্গে প্রেমের লীলায় মেতে উঠেছিলেন বলিউডের এই লাভার বয়। ঐশ্বর্য থেকে ক্যাটরিনা, সংগীতা বিজলানি, সোমি আলি, ইউলিয়া, জ্যাকলিন কেউই বাদ যায়নি ভাইজানের তালিকা থেকে। এই কারণেই আজও ব্যাচেলর সলমন খান।ডেটিং ,সম্পর্ক, বিচ্ছেদ,সব বিষয়েই পেজ থ্রি-র শিরোনামে সলমন খান। বি টাউনের চর্চিত কাপলদের মধ্যে অন্যতম সলমন। প্রতি মাসে কত টাকা উপার্জন করেন সলমন খান, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

 

 

সম্প্রতি সমীক্ষায় দেখা গেছে, প্রতি মাসে ১৬ কোটি টাকা করে আয় করেন সলমন খান। কোটি কোটি টাকা উপার্জন করেও এক কামড়ার ফ্ল্যাটে থাকেন সলমন খান। যা প্রকাশ্যে আসা মাত্রই নেটপাড়ার জোর শোরগোল পড়ে গিয়েছে। কপিল শর্মার শো-তে এসেই সলমন এই রহস্য ফাঁস করেছিলেন। কেন তিনি এক কামড়ার ফ্ল্যাটে থাকেন কোটি কোটি টাকা উপার্জন করে, তাও জানিয়েছিলেন বলিউডের ভাইজান। তিনি বলেন, মাঝে মাঝে আপনি একই জিনিসগুলিতে ব্যয় করেন, কিন্তু আজকাল তা খুব কম হয়ে গেছে। সলমন খানের এই কথা শুনে কপিল শর্মার শো-তে সকলেই হো হো করে হেসে ওঠেন। কিন্তু অপ্রাসঙ্গিকভাবে তিনি যে কোনও অর্থ ব্যয় করতে পছন্দ করেন না তা-ও তিনি বুঝিয়ে দিয়েছেন। তবে কারোর কোনও বিপদে বারেবারে ঝাঁপিয়ে পড়েন সলমন খান, তার প্রমাণ অনেকবারই মিলেছে। তবে অকারণে অর্থ ব্যয় করতে পছন্দ করতে না সলমন খান, তা স্পষ্ট করে দিয়েছেন বলিউডের ভাইজান।

 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?