ঐশ্বর্য থেকে আলিয়া- স্বামীর চেয়ে ধনী এই পাঁচ অভিনেত্রী, দেখে নিন তালিকায় আর কে আছেন

Published : Nov 27, 2024, 04:56 PM IST

আলিয়া ভাট থেকে ঐশ্বর্য রাই, এই বলিউড অভিনেত্রীরা তাদের স্বামীদের ছাড়িয়ে চিত্তাকর্ষক সম্পদের মালিক। আসুন জেনে নেই এই সফল নারীদের সম্পদের পরিমাণ।

PREV
16

বলিউডের শীর্ষস্থানীয় নায়িকারা কেবল রুপালি পর্দায় রাজত্বই করছেন না, সম্পদের দিক দিয়েও স্বামীদের ছাড়িয়ে যাচ্ছেন। আসুন দেখে নেওয়া যাক কোন কোন অভিনেত্রীর আর্থিক সাফল্য তাদের সঙ্গীর চেয়ে বেশি।

26

ক্যাটরিনা কাইফের সম্পদের পরিমাণ ভিকি কৌশলের চেয়ে ছয় গুণ বেশি। ভিকির সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা, ক্যাটরিনার ২২৪ কোটি টাকার সম্পত্তি তাকে অন্যতম ধনী অভিনেত্রী করে তুলেছে।

36

প্রীতি জিন্টাও বলিউডের অন্যতম ধনী তারকা। তার স্বামী জিন গুডএনাফের সম্পত্তির পরিমাণ ২৫ কোটি টাকা, যেখানে প্রীতির সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি টাকা।

46

দীপিকা পাড়ুকোনের সম্পদ তার স্বামী রণবীর সিং এর চেয়ে ২৫৫ কোটি টাকা বেশি। রণবীরের সম্পত্তির পরিমাণ ২৪৫ কোটি টাকা, দীপিকার ৫০০ কোটি টাকা।

56

আলিয়া ভাটের সম্পদের পরিমাণ ৫৫০ কোটি টাকা, যা রণবীর কাপুরের ৩৪৫ কোটি টাকার চেয়ে বেশি।

66

ঐশ্বর্য রাই বলিউডের সবচেয়ে ধনী অভিনেত্রী, যার সম্পদের পরিমাণ ৮০০ কোটি টাকা। তার স্বামী অভিষেক বচ্চনের সম্পত্তির পরিমাণ ২৮০ কোটি টাকা।

click me!

Recommended Stories