এই পাঁচ বলি তারকার Expression-ই বলে দেয় অনেক কিছু, দেখে নিন তালিকায় কে কে

Published : Dec 25, 2024, 04:15 PM IST

অনুপম খের, নওয়াজউদ্দিন সিদ্দিকী, মনোজ বাজপেয়ী, পঙ্কজ ত্রিপাঠি এবং কে কে মেননের মতো বলিউড অভিনেতারা নীরবতা এবং অভিব্যক্তির মাধ্যমে গভীর আবেগ প্রকাশের শিল্পে দক্ষ, যা দর্শকদের মনে স্থায়ী প্রভাব ফেলে।  

PREV
16

বলিউডে এমন অনেক অভিনেতা আছেন যারা দুর্দান্ত অভিনয় করেছেন। যে কোনও চরিত্রে তারা দর্শকদের মন কেড়ে থাকেন।

26

স্পেশাল ২৬ এবং দ্য কাশ্মীর ফাইলসের মতো সিনেমায়, তাঁর অভিনয় এবং অভিব্যক্তি এক অন্য মাত্রা যোগ করেছে ছবিকে।

36

নওয়াজউদ্দিন সিদ্দিকীও তাছেন তালিকায়। মান্টো এবং গ্যাংস অফ ওয়াসেপুরে ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছিল।

46

মনোজ বাজপেয়ী-র অভিনয় দক্ষতার কথা আলাদা করে বলার কিছু নেইষ তাঁর অভিনীত দ্য ফ্যামিলি ম্যান গড়েছিল রেকর্ড।

56

পঙ্কজ ত্রিপাঠির অভিনয় গড়েছিল রেকর্ড। মির্জাপুরে কালীন ভাইয়া বা ওএমজি ২-তে তার ভূমিকা নজর কেড়েছিল সকলের।

66

কে কে মেনন-র অভিনয় নজর কেড়েছিল সকলের। তাঁর অভিনীত  হায়দার এবং ফার্জি মতো ছবি গড়েছিল রেকর্ড।

click me!

Recommended Stories