শাহরুখ-দীপিকার অনস্ক্রিন জুটি 'পাঠান'। চার বছর পর কিং খানের বহু প্রতীক্ষিত ছবি 'Pathan'। মুম্বইয়ের YRF স্টুডিওতে হল পাঠানের বিশেষ স্ক্রিনিং ।
শাহরুখ-দীপিকার অনস্ক্রিন জুটি 'পাঠান'। চার বছর পর কিং খানের বহু প্রতীক্ষিত ছবি 'Pathan'। রিলিজ করার সাথে সাথেই সিলভারস্ক্রিনে হইচই ফেলে দিয়েছে। মুম্বইয়ের YRF স্টুডিওতে হল পাঠানের বিশেষ স্ক্রিনিং । উপস্থিত ছিলেন বলিউডের একাধিক তারকা | উপস্থিত ছিলেন দীপিকা, জন থেকে শুরু করে অর্জুন, সুহানা, গৌরি | পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট ও ছিলেন বিশেষ স্ক্রিনিংয়ে | অনিল কাপুর, বিদ্যুৎ জামওয়াল ও উপস্থিত ছিলেন এই স্ক্রিনিংয়ে