করিনা কাপুরের ভাই আদর জैन এবং আলেখা আদবানির বিয়ের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ পেয়েছে। তাজ হোটেলে অনুষ্ঠিত এই বিয়েতে সম্পূর্ণ কাপুর পরিবার উপস্থিত ছিলেন।
করিনা কাপুরের ভাই আদর জैन সম্প্রতি বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। আদর ২১শে ফেব্রুয়ারি আলেখা আদবানির সাথে ধুমধাম করে বিয়ে করেন। এখন এই দম্পতির বিয়ের ভেতরের ছবি ভাইরাল হচ্ছে।
24
উল্লেখ্য, আদর জैन, করিনা কাপুরের মাসি রিমা জैन এর ছোট ছেলে। আদর তার দীর্ঘদিনের বান্ধবী আলেখা আদবানিকে বিয়ে করেছেন।
34
আদর জैन তার কনে আলেখা আদবানিকে আনতে ধুমধাম করে বরযাত্রী নিয়ে এসেছিলেন। আদর-আলেখার বিয়ে তাজ হোটেলে হয়েছিল।
44
আপনাদের জানিয়ে রাখি, আদর জैन-আলেখা আদবানি হিন্দু রীতি-নীতি অনুযায়ী বিয়ে করার আগে গোয়াতে খ্রিস্টান রীতিতে বিয়ে করেছিলেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।