এরপর দাদা সাহেব ফাল্কে "লঙ্কা দহন", "শ্রী কৃষ্ণ জন্ম" এবং "কালিয়া মর্দন" ছবি নির্মাণ করেছিলেন। ১৯৬৯ সালে ভারত সরকার ফাল্কের স্মরণে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফাল্কে পুরস্কার প্রবর্তন করে। এই পুরস্কার প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে আজীবন অবদানের জন্য প্রদান করা হয়।