মেয়ে-জামাইকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন আমির খান। এতদিন পর আফিসিয়াল শ্বশুর হলেন বলিউডের এককালের চকোলেট বয়।
মেয়ে-জামাইকে সঙ্গে নিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন আমির খান। এতদিন পর আফিসিয়াল শ্বশুর হলেন বলিউডের এককালের চকোলেট বয়। খুশির হাওয়া খান পরিবারে। আমির খান ও তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের কন্যা ইরা। দীর্ঘ দিনধরেই প্রেম ছিল নূপুর শিখরের সঙ্গে। এতদিনে ইরা পাকাপাকিভাবে তাদের সম্পর্কে শিলমহর পড়ল।