হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান এক ব্যক্তি। ঘটনা চোখে পড়তেই গাড়ি থেকে নেমে সাহায্যের জন্য এগিয়ে আসেন টেলিভিশনের জনপ্রিয়তা তারকা গুরমিত চৌধুরী। দ্রুত CPR দিয়ে তিনি অসুস্থ ব্যক্তি জীবন ফিরিয়ে দেন।
মুম্বইয়ের অন্ধেরিতে জনবহুল রাস্তা। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যান এক ব্যক্তি। পথচারীরা কী করবে বুঝে উঠতে পারছেন না। ঘটনা চোখে পড়তেই গাড়ি থেকে নেমে সাহায্যের জন্য এগিয়ে আসেন টেলিভিশনের জনপ্রিয়তা তারকা গুরমিত চৌধুরী। দেখেই বুঝতে পারেন ব্যক্তির নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। দ্রুত CPR দিয়ে তিনি অসুস্থ ব্যক্তি জীবন ফিরিয়ে দেন। পরে জানা যায় সেই ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছিল। CPR না দিলে তিনি তিনি প্রাণও হারাতে পারতেন। তারকার এই কাজ নেট দুনিয়ায় ভীষণ প্রশংসা পাচ্ছে।