Rajkumar Rao Bail Case: অবশেষ মিলল স্বস্তি, শর্তসাপেক্ষ জামিন পেলেন রাজকুমার রাও

Published : Aug 01, 2025, 12:28 PM IST

বলিউড অভিনেতা রাজকুমার রাও 'বেহেন হোগি তেরি' ছবির পোস্টার এবং একটি দৃশ্য নিয়ে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন। জলন্ধর আদালতে হাজির হওয়ার পর তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

PREV
16

অবশেষ মিলল স্বস্তি। বলিউড অভিনেতা রাজকুমার রাও বেশ কদিন ধরে রয়েছেন খবরে। আইনি জটিলতায় জড়িয়েছেন তিনি। 'বেহেন হোগি তেরি' ছবির পোস্টার এবং একটি দৃশ্য নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ছবিটি ২০১৭ সালের। সদ্য আট বছর পুরনো ছবি নিয়ে বিপাকে পড়েছেন অভিনেতা।

26

এবার সেই বিপদ থেকে মিলল স্বস্তি। জামিন মঞ্জুর হল রাজকুমারের। আদালতে হাজিরা দেওয়া পর জামিন পেলেন অভিনেতা। ২৮ জুলাই কোর্টে হাজিরা দিতে হয়েছিল তাঁকে। তারপর শুনানি ছিল ৩০ জুলাই, যেখানে রাজকুমার অনুপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত (ধারা ২৯৫ এ), অপরাধমূলক ষড়যন্ত্র (ধারা ১২০বি) এবং তথ্য প্রযুক্তি আইনের (ধারা ৬৭) আওতায় এফআইআর করা হয়। সেই কারণে অভিনেতার নামে জারি হয়েছিল জামিন অযোগ্য ওয়ারেন্টও।

36

রাজকুমারের আইনজীবী জানান যে, আদালত থেকে রাজকুমারের দিল্লির বাড়িতে সমন পাঠানো হয়। তবে, তিনি বর্তমানে মুম্বই-এ থাকেন। এরই সঙ্গে তাঁর আইনজীবী বলেন যে, ছবিটি যেহেতু সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া তাই তাঁর চোখে কোনও দোষ নেই।

46

২০১৭ সালে, অভিনেতা রাজকুমার রাও, পরিচালক নিতিন কক্কর, প্রযোজক অমূল বিকাশ মোহলে এবং সহ-অভিনেত্রী শ্রুতি হাসান-এর বিরুদ্ধে মামলা হয়। 'বেহেন হোগি তেরি' ছবির পোস্টার এবং একটি দৃশ্য নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছিল, যা জলন্ধরের কিছু দর্শকের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছিল।

56

রাজকুমার রাও আগেই একটি অগ্রিম জামিন পেয়েছিলেন। কিন্তু আদালতে হাজির না হওয়ায় জলন্ধর আদালত তার বিরুদ্ধে অ-জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে। ২৯শে জুলাই, ২০২৫ তারিখে, রাজকুমার রাও বিকেল ৪টার দিকে জলন্ধর আদালতে হাজির হন। বিচারকের সামনে আত্মসমর্পণ করার পর তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়।

66

এদিকে সদ্য মালিক ছবিতে নজর কাড়ের রাজকুমার। তার আগে স্ত্রী -২ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কখনও কমেডি মুভি তো কখনও কোনও সিরিয়াস চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। বারে বারে ছবি নিয়ে খবরে আসেন অভিনেতা। তবে, শেষ কিছুদিন ধরে এই আইনি জটিলতা নিয়ে খবরে রয়েছেন। তবে, আপাতত মিলল স্বস্তি। জামিন পেলেন অভিনেতা।

Read more Photos on
click me!

Recommended Stories