বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য-অভিষেক জুটি, তাহলে পুরোটাই কি স্ক্রিপ্টেড?

ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যে জানা গেল নতুন ছবিতে তাঁদের একসঙ্গে কাজ করার খবর। নিমরত কৌরের সঙ্গে অভিষেকের সম্পর্কের গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন ঘনিষ্ঠ সূত্র।
Sayanita Chakraborty | Published : Nov 7, 2024 7:31 PM / Updated: Nov 07 2024, 07:32 PM IST
110

বেশ কিছুদিন ধরে খবরে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। জোর গুঞ্জন তাদের বিচ্ছেদ নিয়ে। ১৬ বছরের দাম্পত্য ভাঙার খবর মিলেছে। আর এর কারণ সম্পর্কে তৃতীয় ব্যক্তির প্রবেশ।

210

নিমরত কৌরের সঙ্গে অভিষেক বচ্চনের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে সর্বত্র। দশভি ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন অভিষেক ও নিমরত।

310

দশভি ছবির সেট থেকেই সম্পর্কে সূত্রপাত, যা বলছে সূত্র। আর নিমরতের জন্যই দূরত্ব বাড়ে অভিষেক ও ঐশ্বর্যের মধ্যে। নাকি অভিষেকের জন্য নাম খারাপ হচ্ছে নিমরত? প্রশ্ন ভক্তদের মনে।

410

শোনা যাচ্ছে, গ্রে ডিভোর্সের দিকে হাঁটছেন তাঁরা। বর্তমানে নাকি মেয়েকে নিয়ে আলাদা থাকেন ঐশ্বর্য। তবে, সব নিয়েই চলছে ধোঁয়াশা। আপাতত কেউ-ই মুখ খোলেননি এই বিষয়।

510

এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝে এল চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে, ড়পর্দায় ফিরছেন ঐশ্বর্য-অভিষেক জুটি, তাহলে পুরোটাই কি স্ক্রিপ্টেড?

610

মণি রত্নমের ছবিতে কাজ করবেন অভিষেক এবং ঐশ্বর্য। তবে, এই ছবির প্রসঙ্গে তিন জনের কেউই মুখ খোলেননি। তাহলে শুধু মাত্র পাবলিসিটি স্টান্ট হিসেবে ব্যবহার করা হল বিচ্ছেদের খবরকে।

710

এর আগে গুরু ও বারণ ছবিতে দেখা গিয়েছিল অভিষেক এবং ঐশ্বর্য জুটি। ফের এই জুটিকে এক ফ্রেমে আনবেন মণি। শোনা গিয়েছে, অভিষেক এবং ঐশ্বর্যের সঙ্গে পরিচালকের সব পাকা কথা হয়ে গিয়েছে।

810

এখন প্রশ্ন তাহলে অভিষেক এবং ঐশ্বর্যর বিচ্ছেদের খবর পুরোটাই কি গুজব? নতুন ছবি প্রচার করার জন্যই এই খবর রটানো হয়েছে?

910

এদিকে নিমরত কৌর মাঝে এই গুজব নিয়ে মন্তব্য করেন। তিনি বলেছিলেন সব মিথ্যা। তাঁকে ও অভিষেককে নিয়ে যা রটানো হয়েছে তা সম্পূর্ণ ভুল।

1010

এদিকে সদ্য বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এই বিষয় মন্তব্য করেন। তিনি বলেন, নিমরতকে জড়িয়ে অভিষেকের নামে যা রটেছে, তা একেবারেই মিথ্যা। এসবে কান দেওয়া উচিত নয়।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos