ষষ্ঠীর দিন খবরে এলেন কাজল। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও-তে হলুদ রঙের শাড়িতে দেখা গেল কাজলকে। বাড়ির পুজোতে ক্যামেরার সামনে পোজ দিলেন কাজল।
ঐতিহ্য বজায় রেখে এবারের পুজোতেও মিলল ঝলক। ষষ্ঠীর দিন খবরে এলেন কাজল। সদ্য ভাইরাল হওয়া একটি ভিডিও-তে হলুদ রঙের শাড়িতে দেখা গেল কাজলকে। হলুদের ওপর সোনালী কাজ করা শাড়ি পরেছিলেন কাজল। সঙ্গে পরেছিলেন রানি রঙের ব্লাউজ। চুলে ছিল টপ নট স্টাইল। কানে ঝোলা দুল। কপালে ছোট কালো টিপে নজর কাড়েন কাজল। বাড়ির পুজোতে ক্যামেরার সামনে পোজ দিলেন কাজল।